ফাইল চিত্র।
কয়েক মাস ধরে দেশে প্রায় যুদ্ধ-পরিস্থিতি চলায় থমকে রয়েছে বিভিন্ন উন্নয়নমূলক কাজ। এ দিকে, সামনেই শীতকাল। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে, বিশেষত হিন্দুকুশ সংলগ্ন পার্বত্য এলাকায়, শীতকালে বিদ্যুতের সমস্যা দেখা দেয়। এই পরিস্থিতিতে আজ আফগানিস্তানের নতুন উপপ্রধানমন্ত্রী আব্দুল সালাম হানাফি জানালেন, খুব দ্রুত বিভিন্ন প্রকল্পের কাজ শুরু করে দেওয়া হবে। ইতিমধ্যেই বিদ্যুতের সংযোগ ও খুঁটি সারাইয়ের কাজ শুরু হয়ে গিয়েছে। পড়শি দেশগুলির সঙ্গে রেলপথে যোগাযোগের কাজও ফের শুরু করা হয়েছে বলে জানান মন্ত্রী।
বৃহস্পতিবার কাবুলে সাংবাদিক বৈঠক ডাকেন উপপ্রধানমন্ত্রী জানান, আমেরিকা-সহ বিভিন্ন দেশে আফগানিস্তানের উপরে নানা আর্থিক নিষেধাজ্ঞা জারি করায় দেশের মানুষের বিপুল ক্ষতি হচ্ছে। তালিবানের এই শীর্ষ মন্ত্রীর দাবি, ‘‘তালিবানের উপরে আর্থিক নিযেধাজ্ঞা জারি করা মানে আন্তর্জাতিক আইন ভঙ্গ করা। তাই বিভিন্ন দেশকে বলব, যত তাড়াতাড়ি সম্ভব এই ধরনের নিষেধাজ্ঞা তুলে নিন। আফগানিস্তান পুনর্গঠনে আমাদের পাশে দাঁড়ান।’’
আজ জানা গিয়েছে, পাকিস্তান সীমান্ত দিয়ে যে সব আফগান দেশ ছাড়তে চাইছেন, তাদের বাধা দিচ্ছে তালিবান। বলা হচ্ছে, ‘‘এটা তোমাদেরই দেশ। কোথায় পালাচ্ছ!’’