Taliban

ক্ষমতা দখলের দ্বিতীয় বর্ষপূর্তিতে তালিবানের আফগানিস্তানে নিষিদ্ধ সব রাজনৈতিক দল

তালিবান মন্ত্রী বলেন, বলেন, ‘‘আফগানিস্তানে ইসলামি অনুশাসনের মাধ্যমেই মানুষের দৈনন্দিন জীবনচর্চা নিয়ন্ত্রিত হয়। সেখানে রাজনৈতিক দলগুলির কোনও স্থান নেই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৩ ০৯:২০
Share:

ক্ষমতা দখলের দ্বিতীয় বর্ষপূর্তিতে তালিবান নেতৃত্ব। ছবি: সংগৃহীত।

ক্ষমতা দখলের দু’বছর পূর্তির পরেই আনুষ্ঠানিক ভাবে আফগানিস্তানে গণতন্ত্রে ইতি টেনে দিল তালিবান। সে দেশের আইন এবং বিচারমন্ত্রী আব্দুল হাকিম শারেই বুধবার সাংবাদিক বৈঠকে করে বলেছেন, ‘‘শরিয়ত মেনে আফগানিস্তানের সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

Advertisement

শারেই সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘আফগানিস্তানে ইসলামি অনুশাসনের মাধ্যমেই মানুষের দৈনন্দিন জীবনচর্চা নিয়ন্ত্রিত হয়। সেখানে রাজনৈতিক দলগুলির কোনও স্থান নেই। আমাদের দেশে রাজনৈতিক দলের উপস্থিতি শরিয়ত এবং জাতীয় স্বার্থের পরিপন্থী। তাই সব যাবতীয় রাজনৈতিক ক্রিয়াকলাপ এবং রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে।’’

আমেরিকার নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী প্রত্যাহার পর্বের মাঝেই ২০২১ সালের ১৫ অগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করেছিল তালিবান। পাকিস্তানে প্রশিক্ষিত তালিব বাহিনীয় দ্বিতীয় বার ক্ষমতা দখলের দ্বিতীয় বর্ষপূর্তির পরের দিন কাবুলে সাংবাদিক বৈঠক করে তালিবান মন্ত্রীর এই ঘোষণা গৃহযুদ্ধ দীর্ণ আফগানিস্তানে নতুন করে অশান্তি তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement