জামাতেই এ বার এসির আরাম। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
গরমে হাঁসফাঁস থেকে বাঁচতে সবাই খোঁজে এয়ার কন্ডিশনারের হাওয়া। কিন্তু নাগালের মধ্যে এসি পাওয়া তো সব সময় সম্ভব হয় না। তাই জামা পরেই যাতে এসির আরাম ভোগ করা যায় সম্প্রতি সেই ব্যবস্থা করল একটি স্টার্ট আপ সংস্থা।
সেই ব্যবস্থার জন্য ওই সংস্থা তৈরি করেছে রিওন পকেট নামের একটি ব্লুটুথ ডিভাইস। ছোট ওয়ালেট আকারের সেই ডিভাইস পরতে হবে সিলিকন দিয়ে তৈরি এক বিশেষ ধরনের শার্টের সঙ্গে। সেই শার্টের পিছন দিকে থাকা পকেটেই রাখা থাকবে এই ডিভাইস।
রিওন পকেট নামের এই ডিভাইসকে নিয়ন্ত্রণ করা যাবে মোবাইল অ্যাপের মাধ্যমে। এই ডিভাইসের মাধ্যমে বাইরের তাপমাত্রা থেকে ১৩ ডিগ্রি পর্যন্ত কমানো যাবে। শুধু তাই নয়, ঠাণ্ডার দিনে উষ্ণতা নিতে বাড়ানো যাবে তাপমাত্রাও। তবে তাপমাত্রা বাড়ানো যাবে সর্বাধিক ৮ ডিগ্রি পর্যন্ত।
ব্যাটারি থেকে পাওয়ার নিয়ে কাজ করে এই ডিভাইস। দু’ঘণ্টা চার্জ দিয়ে প্রায় ৯০ মিনিট পর্যন্ত কাজ করতে পারবে রিওন পকেট। তবে এই ডিভাইস আপাতত পাওয়া যাবে শুধুমাত্র জাপানেই। আর এই ডিভাইসের দাম ১২০ মার্কিন ডলার থেকে শুরু হচ্ছে।
আরও পড়ুন: নিজের দুই প্রেমিকাকে একসঙ্গে বিয়ে করলেন এই ব্যক্তি! কেন জানেন?
আরও পড়ুন: চিড়িয়াখানার কর্মীর হাত কামড়ে ধরল কুমির! দেখুন ভিডিয়ো