Sunita Williams

মহাকাশ থেকে ভারতকে দেখতে কেমন লাগে? পৃথিবীতে ফেরার পর প্রথম মুখ খুললেন সুনীতা

২৮৬ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরেছেন ভারতীয় বংশোদ্ভূত নভশ্চর সুনীতা উইলিয়ামস। পৃথিবীতে ফেরার পরে সোমবার প্রথম নিজের অভিজ্ঞতার কথা জানালেন তিনি। উঠে এল ভারতের প্রসঙ্গও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৫ ০৯:৩৪
Share:
পৃথিবীতে ফেরার পরে সুনীতা উইলিয়ামস।

পৃথিবীতে ফেরার পরে সুনীতা উইলিয়ামস। — ফাইল চিত্র।

মহাকাশ থেকে ভারতকে দেখতে কেমন লাগে? চার দশক আগে এই প্রশ্নের উত্তরে মহাকাশচারী রাকেশ শর্মা বলেছিলেন, “সারে জাঁহা সে আচ্ছা”। ২৮৬ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফেরার পরে ভারতীয় বংশোদ্ভূত নভশ্চর সুনীতা উইলিয়ামসকেও সেই প্রশ্নের সম্মুখীন হতে হল। জবাব এল, “চমৎকার, অপরূপ!”

Advertisement

আট দিনের জন্য মহাকাশ অভিযানে গিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)-এ প্রায় ন’মাস কাটিয়ে পৃথিবীতে ফিরেছেন তিনি। এই ন’মাসে বহু বার ভারতের উপর দিয়ে গিয়েছেন তিনি। মহাকাশ থেকে ভারতকে কেমন লাগছিল, তা নিয়ে প্রশ্নে সুনীতা বলেন, “ভারতকে অপরূপ লাগছিল। যত বার আমরা হিমালয়ের উপর দিয়ে গিয়েছি, বুচ (উইলমোর, সহ-নভশ্চর) দুর্দান্ত কিছু ছবি তুলেছেন। এটি সত্যিই চমৎকার।”

গত বছর ৫ জুন মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতারা। কথা ছিল আট দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটিয়ে পৃথিবীতে ফিরবেন তাঁরা। কিন্তু যে যানে চড়ে তাঁরা গিয়েছিলেন, সেই বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে আট দিনের সফরে বদলে যায় ২৮৬ দিনে। শেষে ভারতীয় সময় অনুসারে ১৯ মার্চ ভোরে পৃথিবীতে ফেরেন সুনীতা এবং বুচ। বর্তমানে নাসার ক্রু- কোয়ার্টারে তাঁদের স্বাস্থ্যপরীক্ষা এবং অন্য শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। মহাকাশ থেকে ফেরার পরে থেকে এই প্রথম সুনীতারা নিজের অভিজ্ঞতার কথা জানালেন।

Advertisement

সুনীতা জানান, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকাকালীন ভারতের উপর দিয়ে যাওয়ার সময়ে এই দেশের রঙিন ছবি দেখে অভিভূত হতেন তিনি। গুজরাত এবং মুম্বইয়ের কথাও বলেন তিনি। সেখানকার ছবি কী ভাবে বদলায়, তা মহাকাশ থেকে দেখতে অসাধারণ লাগত তাঁর। সেখানে উপকূল বরাবর মাছ ধরার জাহাজের বহরের কথাও জানান তিনি। সুনীতা জানান, মহাকাশ থেকে ভারতকে দিনের বেলা যেমন ভাল লাগে, রাতেও তেমনই ভাল লাগে। রাতে বড় শহর থেকে ছোট শহরে যে ভাবে আলোগুলি ছড়িয়ে থাকে, সেটি দেখতে বেশ সুন্দর লাগে বলে জানান ন’মাস মহাকাশে কাটানো সুনীতা।

গুজরাতের মেহসানা জেলার ঝুলাসনে সুনীতার পৈতৃক ভিটে। ভারতীয় বংশোদ্ভূত নভশ্চরের আত্মীয়েরা থাকেন এই গ্রামেই। সুনীতার পৃথিবীতে ফেরার মুহূর্তকে আতশবাজি ফাটিয়ে, নেচে, গেয়ে উদ্‌যাপন করেছে এই গ্রাম। তাঁর ভ্রাতৃবধূ ফাল্গুনী পাণ্ড্য সেই সময় জানিয়েছিলেন, শীঘ্রই ভারত সফরে আসতে পারেন সুনীতা। মহাকাশচারীর পৃথিবীতে ফেরার পরে তাঁকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement