RCB vs PBKS in IPL 2025

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পঞ্জাবের সামনে উড়ে গেল বেঙ্গালুরুর ব্যাটিং, জিততে শ্রেয়সদের চাই ৯৬

বেঙ্গালুরুতে শুক্রবার বিকেল থেকে বৃষ্টি। বোঝাই যাচ্ছিল না যে খেলা হবে কি না। সেই খেলা শুরু হল রাত ৯.৪৫ মিনিটে। আম্পায়ারেরা জানালেন, প্রতি ইনিংস হবে ১৪ ওভারের। টসে হেরে আগে ব্যাট করে বেঙ্গালুরু তুলল ৯৬/৯।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ২৩:০৩
Share:
cricket

আউট হয়ে ফিরছেন কোহলি। পিছনে উল্লাস পঞ্জাব ক্রিকেটারদের। ছবি: পিটিআই।

বেঙ্গালুরুতে শুক্রবার বিকেল থেকে বৃষ্টি। বোঝাই যাচ্ছিল না যে খেলা হবে কি না। সেই খেলা শুরু হল রাত ৯.৪৫ মিনিটে। আম্পায়ারেরা জানালেন, প্রতি ইনিংস হবে ১৪ ওভারের। টসে হেরে আগে ব্যাট করে বেঙ্গালুরু তুলল ৯৬/৯। ব্যর্থ ফিল সল্ট এবং বিরাট কোহলি। টিম ডেভিড শেষ ওভারে হরপ্রীত ব্রারকে তিনটি ছয় না মারলে আরও খারাপ হত বেঙ্গালুরুর অবস্থা।

Advertisement

ঘরের মাঠে আগের দু’টি ম্যাচেই হেরেছে বেঙ্গালুরু। শুক্রবার জয়ে ফিরতে মরিয়া তারা। কিন্তু হাতে এত কম রানের পুঁজি নিয়ে জেতা মুশকিল। এ দিন আবার প্রমাণিত, কোহলি এবং সল্ট যে দিন খেলতে পারবেন না সে দিন বেঙ্গালুরুর ব্যাটিংয়ের অবস্থা এমনই হবে। বেঙ্গালুরুর মিডল অর্ডার আরও এক বার দায়িত্ব নিতে ব্যর্থ।

টসের সময় বেঙ্গালুরুর টিম লিস্টেই চমক ছিল। দেখা গেল দেবদত্ত পাড়িক্কলের নাম নেই। অনেকে মনে করেছিলেন, ১৪ ওভারের খেলা হওয়ায় হয়তো দরকার হবে না পাড়িক্কলকে। তখনও জানতেন না এ ভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়বে বেঙ্গালুরুর ব্যাটিং। প্রথম ওভারেই ফিরে যান সল্ট। কোহলি ফেরেন তৃতীয় ওভারে।

Advertisement

তার পর থেকেই বেঙ্গালুরু ব্যাটারদের সাজঘরে যাওয়া-আসা চলতে লাগল। এতটাই খারাপ অবস্থা যে ব্যাটিংয়ের সময়ই ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামিয়ে দিতে হল মনোজ ভান্ডাগেকে। তিনি ৪ বলে মাত্র ১ রান করলেন। শুধু তাই নয়, তাঁকে নামানো হল লিয়াম লিভিংস্টোনের জায়গায়। লিভিংস্টোন বলও করতে পারতেন। এমনকি বোলিংয়ের সময় অন্য বোলারও নামাতে পারত বেঙ্গালুরু। ফলে একই সঙ্গে বোলিংয়ের দু’টি বিকল্প হাতছাড়া হয় তাদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement