Kidnap

‘আমি বেঁচে আছি’, আদালতে দাঁড়িয়ে বলল কিশোর, ‘দাহ’ করা হয়েছিল মাস কয়েক আগেই!

কিশোরের দাবি, বাড়ির কাছে রাস্তায় ক্রিকেট খেলছিল সে। তখনই তার মুখে কাপড় চাপা দিয়ে অপহরণ করে নিয়ে যায় কয়েক জন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ২৩:১৯
Share:
সৎকারের পরে ফিরে এল কিশোর!

সৎকারের পরে ফিরে এল কিশোর! —প্রতিনিধিত্বমূলক চিত্র।

এ যেন সিনেমা! মাস কয়েক আগে ১৭ বছরের কিশোরকে দাহ করে এসেছিলেন পরিবারের লোকজন। তার পর আচমকাই এক দিন ফিরে এল সেই কিশোর। সোজা আদালতে গিয়ে এজলাসে দাঁড়িয়ে বলল, ‘আমি বেঁচে আছি’। বিস্মিত পরিবার। বিহারে দ্বারভাঙার ঘটনা। কিশোরের পরিবারকে চার লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়েছে বিহার সরকার।

Advertisement

দ্বারভাঙার এসডিপিও অমিত কুমার জানিয়েছেন, কিশোরের পরিবার যার দেহ দাহ করেছে, তার খোঁজ করার চেষ্ট করছে পুলিশ। ওই কিশোরেরও বয়ান নেওয়া হবে। সে দাবি করেছে, তাকে অপহরণ করা হয়েছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৬ ফেব্রুয়ারি আল্লালপট্টি এলাকায় রেললাইনের ধারে একটি ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখা যায়। সেই দেহের মাথা ছিল না। দেহটি ওই কিশোরের পরিবারের হাতে তুলে দিয়েছিল পুলিশ। তার আগে কিশোরের পরিবার থানায় ছেলের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেছিলেন।

Advertisement

গত বৃহস্পতিবার দ্বারভাঙা আদালতে হাজির হয়ে কিশোর দাবি করে, সে বেঁচে রয়েছে। তার দাবি, বাড়ির কাছে রাস্তায় ক্রিকেট খেলছিল সে। তখনই তার মুখে কাপড় চাপা দিয়ে অপহরণ করে নিয়ে যায় কয়েক জন। তার পরে কিছু মনে নেই তার। জ্ঞান ফেরার পরে সে দেখে, তাকে নেপালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে সে অপহরণকারীদের নাগাল থেকে কোনও মতে পালিয়ে নিজের দাদাকে ভিডিয়ো কল করে। এর পরেই তার দাদা নেপালে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে। থানায় হাজির না হয়ে সরাসরি আদালতে হাজির হয়েছে সে। ভুল স্বীকার করে পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছে প্রশাসন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement