পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: এএফপি।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তানকে এ বার চরম হুঁশিয়ারি দিল দ্য ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ)। পাশাপাশি, নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে এফএটিএফ-এরকড়া বার্তা, চার মাসের মধ্যে রাষ্ট্রপুঞ্জের নির্ধারিত জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। না হলে ‘কালো তালিকাভুক্ত’ হবে ইসলামাবাদ। কূটনৈতিক শিবিরের ব্যাখ্যা, এই চরম হুঁশিয়ারির পরও পাকিস্তান জঙ্গিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নিলে এবং কালো তালিকাভুক্ত হলে, আর্থিক দিক থেকে বিরাট ধাক্কার মুখে পড়বে ইমরান খানের সরকার। আর্থিক সঙ্কটে দীর্ণ পাকিস্তানকে আর্থিক সাহায্য বন্ধ করে দিতে পারে বহু দেশ ও আন্তর্জাতিক সংগঠন।
জঙ্গিগোষ্ঠীগুলির অর্থের জোগান-সহ আর্থিক তছরুপ বা জালিয়াতি, দুর্নীতির মতো বিষয়ে নজরদারি ও তদারকি করে এফএটিএফ। ৩৭টি দেশের সরকারি অনুমোদনপ্রাপ্ত এই সংস্থার নির্দেশিকা, হুঁশিয়ারি বা ফরমান কার্যত রাষ্ট্রপুঞ্জের সদস্য দেশগুলির কাছে শিরোধার্য। এ হেন এফএটিএফ-এর হুঁশিয়ারির অর্থ, পাকিস্তানকে সন্ত্রাস দমনে কড়া ব্যবস্থা নিতে হবে জঙ্গিদের আর্থিক সংস্থানের পাইপলাইন কাটতে সব রকম চেষ্টা করতে হবে। না হলে কালো তালিকাভুক্ত করে দিতে পিছপা হবে না এই সংস্থা।
গত বছরের জুনেই পাকিস্তানকে ‘ধূসর তালিকাভুক্ত’ করেছিল এফএটিএফ। সেই সময়ই নির্দিষ্ট করে ২৭টি পদক্ষেপ নির্ধারিত করে দিয়েছিল এই সংস্থা। তার পর গত বছরের অক্টোবরেই এফএটিএফ-এর প্লেনারি-তে এই নিয়ে পর্যালোচনা হয়। নির্ধারিত করে দেওয়া বন্দোবস্তগুলির মধ্যে পাকিস্তান কোন কোন ব্যবস্থা নিয়েছে, ২০১৯-এর ফেব্রুয়ারিতে আরও এক বার তা নিয়ে পর্যালোচনা হয়। পাকিস্তান সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করেনি বলে সেই সময় এফএটিএফ-এর হাতে তুলে দিয়ে দিয়েছিল ভারত। পুলওয়ামায় জঙ্গি হানার তথ্য তার মধ্যে ছিল অন্যতম। জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া এবং ভারতের তথ্যপ্রমাণ হাতে পেয়ে সেই সময়ওপাকিস্তানকে ধূসর তালিকাতেই রেখে দেয় এফএটিএফ।
আরও পডু়ন: ভাটপাড়ায় ফের আক্রান্ত পুলিশ, সিবিআই তদন্তের দাবি সাংসদ অর্জুনের
ধূসর তালিকাভুক্ত করার সময় যে ২৭টি বন্দোবস্ত বেঁধে দিয়েছিল এফএটিএফ, তার মেয়াদ শেষ হচ্ছে এ বছরের অক্টোবরে। ফলে নতুন একটি বিবৃতিতে এফএটিএফ পাকিস্তানকে জানিয়ে দিয়েছে, এই অক্টোবরের মধ্যেই জঙ্গিদের বিরুদ্ধে নির্ধারিত পদক্ষেপ করতেই হবে। না হলে গাফিলতির দায়ে পাকিস্তানকে কালো তালিকাভুক্ত করা ছাড়া আর কোনও উপায় থাকবে না। কেন এখনও ব্যবস্থা নেওয়া হয়নি, তার ব্যাখ্যাও চেয়েছে এফএটিএফ।
এফএটিএফ-এর সদস্য দেশগুলিও স্পষ্ট জানিয়ে দেয়, হাফিজ সইদ, মাসুদ আজহারের মতো রাষ্ট্রপুঞ্জ নির্ধারিত জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তান এখনও কোনও মামলা দায়ের করেনি। পাকিস্তান যদিও দাবি করে লস্কর-ই-তৈবা, জামাত-উদ-দাওয়া, জইশ-ই-মহম্মদ, ফালাহ-ই-ইনসানিয়াত-এর মতো জঙ্গি সংগঠনের প্রায় ৭০০টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। কিন্তু ভারত-সহ এফএটিএফ-র অন্য সদস্য দেশগুলির বক্তব্য, পাকিস্তানের এই দাবির কোনও ভিত্তি নেই, স্বপক্ষে প্রমাণও নেই। জঙ্গি ঘাঁটি ধ্বংস করা, জঙ্গিদের আর্থিক সাহায্য বন্ধ করার ক্ষেত্রে পাকিস্তান কার্যত কোনও ব্যবস্থাই নেয়নি।
আরও পডু়ন: বিরোধীদের বাদানুবাদের মধ্যে নতুন তিন তালাক বিল পেশ লোকসভায়
এফএটিএফ-এর এই হুঁশিয়ারির পর পাকিস্তান আরও চাপে পড়েছে চিন পাশে না দাঁড়ানোয়। ইসলামাবাদের সব পরিবেশের বন্ধু বেজিংও এই এফএটিএফ-র সদস্য। মাসুদ আজহারকে জঙ্গি ঘোষণা করতে গিয়ে যে ভাবে বারবার চিন ভেটো দিয়েছে রাষ্ট্রপুঞ্জে, এ ক্ষেত্রে তা হয়নি। যে ভাষায় হুঁশিয়ারি দিয়েছে এফএটিএফ, তার বিরোধিতা করেনি শি চিনফিংয়ের সরকার।
‘সন্ত্রাসের মদতদাতা’ বলে এমনিতেই সারা বিশ্বে পাকিস্তানের উপরে আন্তর্জাতিক বিশ্বের চাপ রয়েছে। তার সঙ্গে এ বার এফএটিএফ-এর এই পত্রাঘাতে ইমরানের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়া স্বাভাবিক। কারণ কালো তালিকাভুক্ত হলে ইন্টারন্যাশনাল মানিটরি ফান্ড (আইএমএফ) বিশ্ব ব্যাঙ্ক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের মতো সংস্থার কাছ থেকে আর্থিক সাহায্য পাওয়া প্রায় বন্ধ হয়ে যাবে। পাশ্চাত্যের দেশগুলিও বন্ধ করে দেবে আর্থিক সাহায্য। মুডিজ, স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরস, ফিচ-এর মতো ক্রেডিট রেটিং সংস্থাগুলির বিচারে খারাপ রেটিং উঠে আসবে। তার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব পড়বে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ বাণিজ্যে। ফলে ঋণভারে জর্জরিত এবং বিদেশি আর্থিক সাহায্যের উপর অনেকটাই নির্ভরশীল পাক অর্থনীতির মেরুদণ্ডই কার্যত ভেঙে যাবে। সব মিলিয়ে আর্থিক ক্ষেত্রে যে বিরাট প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হবে, ইসলামাবাদের পক্ষে সেই ধাক্কা সামলানো কার্যত অসম্ভব বলেই মনে করছে কূটনৈতিক শিবিরের একটা বড় অংশ।
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।