PM Modi

Russia Ukraine War: সুমি থেকে ভারতীয়দের আনতে পাশে থাকুন! প্রধানমন্ত্রী মোদীর ফোন ইউক্রেনের প্রেসিডেন্টকে

এই ফোনালাপের পর একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী জানান, ভারত সবসময় শান্তিপূর্ণ পরিবেশে আলোচনার মধ্যে দিয়ে সমস্যার সমাধানের পক্ষেই দাঁড়াবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২২ ১৫:১৫
Share:

ফাইল চিত্র।

ইউক্রেনের সুমিতে আটকে পড়া ভারতীয় ছাত্রদের সরিয়ে আনার জন্য সাহায্যের আশ্বাস চেয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখনও প্রায় ৭০০ ভারতীয় ছাত্র ইউক্রেনের ওই শহরে আটকা পড়ে আছেন।

Advertisement

সূত্রের খবর, প্রায় ৩৫ মিনিট ধরে দু’জনের মধ্যে কথা হয়। ছাত্রদের সরিয়ে আনার বিষয়টির সঙ্গে সেখানকার সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয় দুই রাষ্ট্রনেতার।

এই ফোনালাপের পর একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী জানান, ভারত সবসময় শান্তিপূর্ণ পরিবেশে আলোচনার মধ্যে দিয়ে সমস্যার সমাধানের পক্ষেই দাঁড়াবে।

Advertisement

এই ফোনের আগে সোমবার সকালে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরেঁর অনুরোধে কয়েক ঘণ্টার জন্য সাময়িক যুদ্ধ বিরতি ঘোষণা করে রাশিয়া। মূলত শহর ছেড়ে নিরাপদে চলে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য মানব করিডর তৈরি করে দেওয়ার উদ্দেশ্যেই এই সাময়িক যুদ্ধবিরতি।

এই নিয়ে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী কথা বললেন ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে। এর আগে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরুর করার পরপরই ২৬ ফেব্রুয়ারি মোদী কথা বলেছিলেন জেলেনস্কির সঙ্গে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement