প্রধানমন্ত্রীর বাসভবনে বিক্ষোভকারীরা।
সরকার বিরোধী আন্দোলনে উত্তাল শ্রীলঙ্কা। প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের ব্যক্তিগত বাসভবনে হামলার ঘটনায় রবিবার তিন জনকে গ্রেফতার করল পুলিশ। এই ঘটনায় প্রচুর সম্পত্তির ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।
শনিবার রাতে কেমব্রিজ প্লেসে রনিলের বাড়িতে আগুন জ্বালিয়ে দেন বিক্ষোভকারীরা। তাঁদের মধ্যে তিন জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। ধৃতদের মধ্যে এক জন ১৯ বছরের যুবক। বাকি দুই ধৃতের বয়স ২৪ থেকে ২৮। রবিবার তাঁদের আদালতে পেশ করা হবে। এই ঘটনায় ধরপাকড় শুরু করেছে পুলিশ। ফলে গ্রেফতারের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
শ্রীলঙ্কার সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রধানমন্ত্রীর ওই বাসভবনে দুষ্প্রাপ্য কিছু বইয়ের সংগ্রহ ছিল। পাশাপাশি ছিল বুদ্ধ মূর্তি। বাড়ি জুড়ে ছিল বিভিন্ন ধরনের ছবি ও শিল্পকর্ম।
শনিবার প্রধানমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের আগে দিনের শুরুতে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের প্রাসাদে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। তার আগেই তাঁকে নিরাপদে অন্যত্র সরানো হয়। এই ঘটনার পর দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন রনিল। বৈঠক শেষে তিনি প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন। এর কিছু সময় পরই প্রধানমন্ত্রীর বাড়িতে হামলা চালানো হয়।