ফাইল ছবি
নাকের বদলে নরুন নয়, তেলের বদলে চা। ইরানকে বকেয়া তেলের দাম চা পাঠিয়ে মেটাবে শ্রীলঙ্কা। ইরানি সংবাদমাধ্যম ইরানের ট্রেড প্রোমোশন অর্গানাইজ়েশনকে উদ্ধৃত করে জানাচ্ছে, মঙ্গলবার দু’দেশের প্রতিনিধিদের মধ্যে এই মর্মে সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে।
তেলের দাম বাবদ শ্রীলঙ্কার কাছে ২৫ কোটি ডলারেরও বেশি বকেয়া রয়েছে ইরানের। তার মধ্যে শ্রীলঙ্কার সরকারি সংস্থা সিলোন পেট্রোলিয়াম কর্পোরেশন একাই সিংহভাগ বকেয়া রেখেছে ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির কাছে। ইতিমধ্যে শ্রীলঙ্কার অর্থনীতিতে সঙ্কট ঘনিয়েছে। বৈদেশিক মুদ্রা সঞ্চয়ে ঘাটতি দেখা দিয়েছে। ফিচ রেটিংয়ে শ্রীলঙ্কা সিসি থেকে সিসিসি-তে নেমেছে গত সপ্তাহে। এ ছাড়া আমেরিকান নিষেধাজ্ঞার কারণে ইরানের ব্যাঙ্কগুলির সঙ্গে লেনদেন আগে থেকেই বিঘ্নিত হয়ে ছিল। এমতাবস্থায় বিনিময় অর্থনীতিতেই ভরসা রাখছে দুই দেশ। শ্রীলঙ্কার কৃষিমন্ত্রী রমেশ পাথিরানা প্রতি মাসে ৫০ লক্ষ ডলার মূল্যের চা ইরানকে পাঠাতে সম্মত হয়েছেন, যত দিন না বকেয়া শোধ হয়।