Sri Lanka Crisis

Sri Lanka Crisis: শ্রীলঙ্কায় সেনাশাসন জারি! প্রাণ বাঁচাতে সপরিবার নৌঁঘাটিতে পালালেন প্রাক্তন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের ইস্তফার পরই বিক্ষোভের আগুনে জ্বলে ওঠে শ্রীলঙ্কা। সংঘর্ষে সোমবার পাঁচ জনের মৃত্যু হয়। আহত দুশো জনেরও বেশি।

Advertisement

সংবাদ সংস্থা

কলম্বো শেষ আপডেট: ১০ মে ২০২২ ১৮:৩৩
Share:

অগ্নিগর্ভ শ্রীলঙ্কা। ছবি: রয়টার্স।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ১০ মে ২০২২ ১৮:২০ key status

জরুরি ভিত্তিতে পার্লামেন্টের অধিবেশন ডাকার আহ্বান স্পিকারের

শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধন মঙ্গলবার প্রেসিডেন্ট গোতাবায় রাজাপক্ষেকে জরুরি ভিত্তিতে পার্লামেন্টের অধিবেশন ডাকার পরামর্শ দিয়েছেন বলে সূত্রের খবর।

শেষ আপডেট: ১০ মে ২০২২ ১৮:২০ key status

সেনার হাতে ক্ষমতা চলে গেল শ্রীলঙ্কার

শ্রীলঙ্কায় জারি হল সেনা শাসন। সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখে সেনা এবং পুলিশের হাতে ক্ষমতা তুলে দেওয়া হল।

Advertisement
শেষ আপডেট: ১০ মে ২০২২ ১৮:১৯ key status

ঠিক মতো পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হলে এই ঘটনা ঘটত না: অর্জুন রণতুঙ্গা

শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার অর্জুন রণতুঙ্গা বলেন, “শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ জানাচ্ছিলেন মানুষ। কিন্তু তাঁদের উপর যে ভাবে আক্রমণ করা হল তা অপ্রত্যাশিত। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। বিভোক্ষকারীদের শান্ত করার চেষ্টা করেনি। যদি ঠিক মতো পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হত, তা হলে এই ঘটনা ঘটত না।”

শেষ আপডেট: ১০ মে ২০২২ ১৮:১৯ key status

রাজাপক্ষের বাসভবন লক্ষ্য করে পেট্রলবোমা

সেনার এক শীর্ষ আধিকারিক সংবাদ সংস্থা এএফপি-কে বলেন, “বিদায়ী প্রধানমন্ত্রীর বাসভবন লক্ষ্য করে অন্তত ১০টি পেট্রলবোমা ছুড়েছে বিক্ষোভকারীরা।”

Advertising
Advertising
শেষ আপডেট: ১০ মে ২০২২ ১৮:১৮ key status

থমথমে কলম্বো

সোমবারের ঘটনার পর থেকেই থমথমে রাজধানী কলম্বো। ওই দিন কার্ফু উপেক্ষা করে রাস্তায় নেমেছিলেন হাজার হাজার বিক্ষোভকারী। দোকান, বাড়ি, সরকারি কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলা চালানো হয় সরকারপক্ষের এমপি এবং নেতাদের বাড়িতে।

শেষ আপডেট: ১০ মে ২০২২ ১৮:১৮ key status

রাজাপক্ষের গ্রেফতারের দাবি বিরোধীদের

হিংসায় উস্কানি এবং সোমবার সংঘর্ষের ঘটনায় পাঁচ জনের মৃত্যুতে রাজপক্ষকে গ্রেফাতরের দাবি তুলেছেন বিরোধী দলের নেতারা।

শেষ আপডেট: ১০ মে ২০২২ ১৮:১৮ key status

ভোরেই নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় রাজাপক্ষেকে: সেনা

মঙ্গলবার সকালে রাজপক্ষের সরকারি বাসভবন ঘিরে ফেলেন বিক্ষোভকারীরা। বিশাল সংখ্যক সেনা রাজপক্ষের বাসভবনে পৌঁছে সপরিবার তাঁকে উদ্ধার করে। সংবাদ সংস্থা এএফপি-কে সেনার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, বিক্ষোভকারীরা বিদায়ী প্রধানমন্ত্রীর বাসভবনের গেট ভেঙে ঢোকার চেষ্টা করেছিল। কিন্তু ভোরেই সপরিবার রাজাপক্ষেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে সম্পর্কে খোলসা করেননি তিনি। যদিও সূত্রের খবর, ত্রিঙ্কোমালিতে নৌসেনাঘাঁটিতে আশ্রয় নিয়েছেন রাজাপক্ষে।

শেষ আপডেট: ১০ মে ২০২২ ১৮:১৭ key status

বাসভবন ছেড়ে সপরিবারে নৌঘাঁটিতে আশ্রয় রাজাপক্ষের

মঙ্গলবার সকাল থেকেই বিক্ষোভ আরও ছড়িয়ে পড়ে শ্রীলঙ্কা জুড়ে। সূত্রের খবর, বিক্ষোভকারীদের হাত থেকে বাঁচতে মঙ্গলবার সকালেই গোপনে সপরিবারে বাসভবন ছেড়ে ত্রিঙ্কামালিতে নৌসেনাঘাঁটিতে আশ্রয় নিয়েছেন পদত্যাগী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement