ভারতীয় পোশাক পরে ভজন গাইছে দক্ষিণ কোরিয়ার বাচ্চারা। ছবি সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত।
সিওল শান্তি পুরস্কার নিতে গত শুক্রবার দক্ষিণ কোরিয়া গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি মুন জাই-ইন। এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো হয় সেই মঞ্চে। সেখানেই মোদীকে সম্মান জানাতে ভজন গাইলেন সে দেশের বাচ্চারা।
মোদীর সম্মানে ভারতীয় পতাকার রঙের সঙ্গে সাযুজ্য রেখে পোশাক পরেছিল কোরিয়ার খুদেরা। তাদের পোশাকও ছিল ভারতীয় ঘরানার। সেই পোশাক পরেই বিখ্যাত ভজন সঙ্গীত ‘বৈষ্ণব জন তো’ গেয়েছে কোরিয়ার ছোট ছোট ছেলে মেয়েরা।
বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার ভজন গাওয়ার সেই ভিডিয়ো পোস্ট করেছেন টুইটারে। তারপর থেকেই নেটিজেনদের মনে ধরেছে কোরিয়ান খুদেদের গলায় গাওয়া সেই ভজন।
আরও পড়ুন: মোদী সম্পর্কে এ গুলি জানা আছে আপনার?
নেটিজেনদের মতে, এশিয়ার দুই দেশের কূটনৈতিক সম্পর্ক কতটা মধুর তা প্রমাণ করছে খুদেদের গাওয়া এই ভজন।
আরও পড়ুন: শব্দের থেকেও বেশি গতিতে উড়ল যাত্রীবাহী বিমান!
(সারাবিশ্বের সেরা সব খবরবাংলায় পড়তে চোখ রাখতে পড়ুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)