Bizarre

হরিদাসের বুলবুল ভাজা নয়, কোরিয়ার টুথপিক ভাজা হামলে খাচ্ছে মানুষ! বিবৃতি দিয়ে সতর্ক করল সরকার

দেশের মানুষের এই নতুন ঝোঁক নিয়ে অত্যন্ত চিন্তিত দক্ষিণ কোরিয়ার সরকার। কারণ সেখানকার মানুষ হঠাৎই সাধারণ খাবার ছেড়ে দাঁতের কাঠি ভাজা বা ‘টুথপিক’ ভাজা খেতে শুরু করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৪ ২১:২৬
Share:

এই সেই টুথপিক ভাজা। ছবি: সংগৃহীত।

হরিদাসের বুলবুল ভাজা নাকি অত্যন্ত খাস্তা, আর তা খেতেও ভারি মজাদার! শ্রীমান পৃথ্বিরাজ ছবির গানেই সে কথা বলা আছে। এককালে কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে কাগজের ঠোঙায় নাকি এই বুলবুল ভাজা সত্যিই বিক্রি হত। কিন্তু সে তো পুরনো কলকাতার কথা। বহুযুগ পর কলকাতা থেকে বহু দূরের দক্ষিণ কোরিয়াও ইদানীং মেতেছে একটি ভাজা খাবারে। যা নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে দক্ষিণ কোরিয়ার প্রশাসনের।

Advertisement

দেশের মানুষের এই নতুন ঝোঁক নিয়ে অত্যন্ত চিন্তিত দক্ষিণ কোরিয়ার সরকার। কারণ সেখানকার মানুষ হঠাৎই সাধারণ খাবার ছেড়ে দাঁতের কাঠি ভাজা বা ‘টুথপিক’ ভাজা খেতে শুরু করেছেন। টুথপিক বা দাঁতের কাঠি সাধারণত খাওয়ার পরে দাঁতে আটকে থাকা খাবার সরাতে সাহায্য করে। কিন্তু সেটি খাবার জিনিস কখনওই নয়। কিন্তু দক্ষিণ কোরিয়ার মানুষ ইদানীং সেই টুথপিককেই তলে কুরমুড়ে করে ভেজে তাতে মশলা ছড়িয়ে জমিয়ে খাচ্ছেন। খাবারের ট্রেন্ড এমনই সপ্তমে গিয়ে চড়েছে যে সমাজ মাধ্যমে সেই খাবারের ভিডিয়োও শেয়ার করছেন কোরিয়ানরা।

দক্ষিণ কোরিয়ায় এই ধরনের টুথপিক তৈরি হয় শর্করা জাতীয় জিনিস দিয়ে। সেই কাঠি তেলে ভাজার পর স্বাভাবিক ভাবেই পাঁপড়ের মতো ফুলে বেঁকে চুড়ে এক অদ্ভূত আকৃতি নিচ্ছে। কিন্তু দক্ষিণ কোরিয়ার সরকার দেশবাসীর উদ্দেশ্যে এই খাবার নিয়ে একটি সতর্ক বার্তা জারি করেছে সম্প্রতি।

Advertisement

সেই সতর্ক বার্তায় বলা হয়েছে, ‘‘এই খাবার কতটা নিরাপদ বা আদৌ নিরাপদ কি না তার প্রমাণ পাওয়া যায়নি’’। তাই দক্ষিণ কোরিয়ার খাদ্য এবং ওষুধ সংক্রান্ত মন্ত্রক দেশবাসীকে অনুরোধ করেছেন, ‘‘দয়া করে এই গুলি খাবেন না’’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement