wildlife

Wildlife photos: ‘স্মাইল প্লিজ’ বলছে সাপ, ‘গুঁড়ি ওঠাতে’ তৈরি বাঘ, এই ছবিগুলো দেখে হাসি পেতে বাধ্য

সারা বিশ্বের সাত হাজারেরও বেশি প্রতিযোগী অংশ নিয়েছিলেন ‘কমেডি ওয়াইল্ড লাইফ ফটো অ্যাওয়ার্ড’-এ।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২১ ১০:৩৪
Share:
০১ ১৩

সারা বিশ্বের সাত হাজারেরও বেশি প্রতিযোগী অংশ নিয়েছিলেন ‘কমেডি ওয়াইল্ড লাইফ ফটো অ্যাওয়ার্ড’-এ। বন্যপ্রাণীদের এমন সমস্ত ছবি এই প্রতিযোগিতায় তুলে ধরা হয়, যা দেখে হাসি থামাতে পারবেন না। ২০২১-এর সেরা ছবিগুলির কয়েকটি দেখে নিন।

০২ ১৩

পশ্চিমঘাট পর্বতমালায় ভাইন সাপের দেখা খুব সহজেই মেলে। অত্যন্ত আক্রমণাত্মক সাপ এটি। সামনে পড়ে গেলেই বিপদ। কিন্তু ছবিতে দেখুন এই ভাইন সাপটি ক্যামেরার দিকে তাকিয়ে যেন হাসছিল! পশ্চিমঘাট পর্বতমালার এই ছবিটি দেখে অন্তত তা-ই মনে হবে। আদিত্য খিরসাগর নামে এক ব্যক্তি ছবিটি তুলেছেন।

Advertisement
০৩ ১৩

জলে ডুব দিয়ে শিকার ধরে এনেছে। ঠিক কোন জায়গায় সহজে ভাল শিকার পাওয়া যাবে? শিকারের উদ্দেশে রওনা দেওয়া এক পেঙ্গুইনকে হাত দেখিয়ে দিক নির্দেশনা দিচ্ছে সে। ফকল্যান্ড দ্বীপে ছবিটি তোলা হয়েছিল। ছবির ক্যাপশনে এমনই লিখেছেন ব্রিটেনের চিত্রগ্রাহক ক্যারল ট্রেলর।

০৪ ১৩

জলে সাঁতার কেটে স্নান করছিল সন্তান। এ দিকে যে স্কুলের দেরি হয়ে যাচ্ছে! তাই মা জলে ঝাঁপ মেরে অবাধ্য সন্তানকে জল থেকে তুলে নিয়ে আসছে। সিঙ্গাপুরে ছবিটি তুলেছেন চি কি তিও।

০৫ ১৩

এই ছবিটি নেদারল্যান্ডস-এর ডির্ক জ্যান নামে এক চিত্রগ্রাহকের। জিরাফের পিঠে চেপে এক হনুমান রাজার চালে জঙ্গল-সাফারি করছে। কী ভাবে হনুমানটি জিরাফের পিঠে উঠল তার বিবরণ দিয়ে চিত্রগ্রাহক লিখেছেন, ‘হনুমানের দল গাছের ডালে লাফালাফি করছিল। অনেক ক্ষণ থেকে দাঁড়িয়ে দেখছিলাম। কিছু পরেই জিরাফটি সে পথে আসে। হনুমানটি এক লাফে জিরাফের পিঠে চেপে বসল।’

০৬ ১৩

এই ছবিটিও ভারতের পশ্চিমঘাট পর্বতমালার। ছবিটি তুলেছেন কে গুরুমুর্থি নামে এক চিত্রগ্রাহক। ক্যামেরা দেখেই এই ভঙ্গিতে স্থির হয়ে গিয়েছিল সবুজ ক্যামেলিয়নটি। এত স্টাইলিশ ক্যামেলিয়ন আগে দেখেছেন?

০৭ ১৩

ছবিটির আলাদা ব্যাখ্যার প্রয়োজন পড়ে না। বড় ‘যন্ত্রণাদায়ক’ ছবি। যে ভাবে হনুমানটি বসে রয়েছে এবং তার মুখের মধ্যে সেই ভাব যেমন প্রকাশ পাচ্ছে, তা দেখে যন্ত্রণার পরিমাণ আন্দাজ করা যায়। কিন্তু জানেন কি, বাস্তব আসলে তা নয়। হনুমানটির মুখের এই ভঙ্গি আসলে আক্রমণাত্মক ছিল। চিনের ইউনানে ব্রিটেনের চিত্রগ্রাহক কেন জেনসেন ছবিটি তুলেছিলেন।

০৮ ১৩

যেন সরষে খেতে দু’হাত তুলে গান ধরেছে ক্যাঙ্গারু! অস্ট্রেলিয়ার লি স্ক্যাডেনের তোলা ছবি।

০৯ ১৩

আমেরিকার প্যাট্রিক দিরলাম বহু ক্ষণ থেকেই অনুসরণ করছিলেন এই পাখিটিকে। ছোট পাখিটি গাছের ডালে উড়ে বেড়াচ্ছিল মনের আনন্দে। হঠাৎই একটি ডালে বসে প্যাট্রিকের দিকে এই ‘ক্রুর দৃষ্টি’ নিক্ষেপ করে সে। ‘আমি কি তোমাকে ছবির তোলার অনুমতি দিয়েছি?’ ভাবটি অনেকটা এমনই।

১০ ১৩

হনুমানের এমন প্রাণখোলা নাচ দেখেছেন কখনও? এই প্রাণীটিকে দেখে মনে হচ্ছে, মনের আনন্দে নাচছে সে। ছবিটি সরোস লোধি নামে এক চিত্রগ্রাহকের।

১১ ১৩

বাঘ হল বনের রাজা। শেষে তাকেও কি না পেট চালাতে এমন খাটতে হয়! ঠিক যেন কাঠের গুঁড়ি কাঁধে নিয়ে এগিয়ে চলেছে সে। যদিও বাস্তবে তা নয়। জিম করবেট জাতীয় উদ্যানের তোলা ছবি। বাঘিনী পারোর পরিবারকে অনেক ক্ষণ ধরে অনুসরণ করছিলেন চিত্রগ্রাহক সিদ্ধার্থ অগরওয়াল। ছবির বাঘটি পারোর মেয়ে। পিছনের পায়ে দাঁড়িয়ে গাছের ডালে নিজের মুখ ঘষছিল সে।

১২ ১৩

এটি একটি ড্রাগন ফ্লাই। জার্মানির অ্যাক্সেল ব্রোকার নামে এক চিত্রগ্রাহক ছবিটি তুলছিলেন। সে সময়ই এক গাল হাসি দিয়ে পোজ দেয় ক্যামেরায়।

১৩ ১৩

এটি একটি সাদা বেবুন। আয়নার সামনে বসে মুখে মেক-আপ করছে। ভাবখানা এই যে, রাতে পার্টি আছে, সকলের নজর কাড়তে হবে যে! ফ্রান্সের ক্লিমেন্স গুইনার্ড সৌদি আরবে এই ছবিটি তুলেছিলেন। প্রকৃতপক্ষে বেবুনটির ঘুম পাচ্ছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement