snake

Viral: নিজের শরীরকেই গিলে ফেলার চেষ্টা করছে সাপ! ভিডিয়ো ভাইরাল

কেন নিজের শরীরকে কামড়ে ধরছে সাপটি তার কারণ জানা যায়নি। এমন দৃশ্যও সচরাচর দেখা যায় না।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২১ ০৯:৫৫
Share:

নিজেকেই গিলে ফেলার চেষ্টা। ছবি সৌজন্য ইনস্টাগ্রাম।

সাপ, এই নামটা শুনলেই শিউরে ওঠেন বেশির ভাগ মানুষ। সাপের লড়াই দেখেছেন। অন্য ছোট প্রাণীকে গিলে খাওয়ার দৃশ্যও দেখেছেন। কিন্তু কখনও এমন দৃশ্য দেখেছেন যে, নিজেই নিজের শরীর গিলে ফেলার চেষ্টা করছে সাপ! কস্মিনকালেও এমন দৃশ্য বোধহয় দেখা যায়নি।

তবে সম্প্রতি এমনই একটি দৃশ্য নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে বিষাক্ত একটি সাপ নিজের শরীরকে কামড়ে ধরে আছে। দেখে মনে হচ্ছে শরীরটাকে গিলে ফেলার চেষ্টা করছে সেটি। ‘স্নেক ওয়ার্ল্ড’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। এই ভিডিয়ো দেখে বহু গ্রাহক রসিকতা করে মন্তব্য করেছেন, ‘ধরা পড়ার জন্য নিজরে উপরই রাগ উগরে দিচ্ছে সাপটি।’

Advertisement

তবে কেন নিজের শরীরকে কামড়ে ধরছে সাপটি তার কারণ জানা যায়নি। এমন দৃশ্যও সচরাচর দেখা যায় না। ভিডিয়োটি কোথাকার সেটাও স্পষ্ট নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement