(বাঁ দিকে) মুহাম্মদ ইউনূস এবং শেখ হাসিনা। —ফাইল ছবি।
বাংলাদেশের ছ’টি মেডিক্যাল কলেজের নাম বদলে দিল মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার সে দেশের ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’-এর অধীনস্থ স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ (চিকিৎসা শিক্ষা-১ শাখা) একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানিয়েছে।
তাৎপর্যপূর্ণ ভাবে প্রতিটি ক্ষেত্রে বাদ গিয়েছে প্রাক্তন শাসকদল আওয়ামী লীগের প্রয়াত এবং বর্তমান নেতাদের নাম। দলের প্রতিষ্ঠাতা তথা স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপ্রধান শেখ মুজিবুর রহমানের নাম বাদ পড়েছে ফরিদপুরের মেডিক্যাল কলেজ থেকে। মুজিবকন্যা হাসিনার নাম জামালপুর এবং টাঙ্গাইল মেডিক্যাল কলেজ থেকে ছেঁটে দিয়েছে ইউনূস সরকার। গত ৫ অগস্ট প্রধানমন্ত্রী পদে হাসিনার ইস্তফা এবং দেশত্যাগের পর উন্মত্ত জনতা ভেঙেছিল বঙ্গবন্ধুর মূর্তি। এ বার সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ছাঁটাই হল তাঁর নাম।
ঢাকার প্রাক্তন মেয়র, প্রয়াত কর্নেল (অবসরপ্রাপ্ত) আব্দুল মালেকের নামাঙ্কিত মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ এবং প্রাক্তন স্পিকার আব্দুল মালেক উকিলের নামযুক্ত নোয়াখালি মেডিক্যাল কলেজেও পড়েছে অন্তর্বর্তী সরকারের ‘কোপ’। সেই সঙ্গে বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা এম আব্দুর রহিমের নাম বাদ দেওয়া হয়েছে দিনাজপুর মেডিক্যাল কলেজ থেকে। বাংলাদেশ স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মহম্মদ সারোয়ার বারী জানিয়েছেন, রাষ্ট্রপতির সই মেলার পরেই এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ করা হবে।