US

Jaswiendre Singh: দিনে ৩৯ হাজার টাকা ক্ষতি করে জ্বালানি বিক্রি করছেন এই পাম্প মালিক!

যশবিন্দর গ্যাস সিলিন্ডার বিক্রি করছেন ৪৭ শতাংশ ছাড় দিয়ে। তবে এতে তাঁর নিজের ক্ষতি হচ্ছে দৈনিক প্রায় ৫০০ ডলার। কিন্তু কেন এ কাজ করছেন?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ জুন ২০২২ ০৯:৫৯
Share:

ইতিমধ্যে নেটমাধ্যমে ভাইরাল এই গ্যাস স্টেশনের মালিক। ছবি: টুইটার।

কেউ যেন অভুক্ত অবস্থায় ঘুমোতে না যায়। বিপদে তাঁদের পাশে থাকতে হয়। মন থেকে এটা বিশ্বাস করেন শিখ ধর্মাবলম্বীরা। মা-ও তাঁকে এমনটাই শিখিয়েছেন বলে জানাচ্ছেন আমেরিকার ফিনিক্সে গ্যাস স্টেশনের মালিক যশবিন্দর সিংহ। দিনে প্রায় ৩৯ হাজার টাকা ক্ষতি করে জ্বালানি বিক্রি করছেন তিনি। কিন্তু কারণ কী?

Advertisement

যশবিন্দর বলছেন, ‘‘এই মুদ্রাস্ফীতির সময়ে মানুষের হাতে টাকা কোথায়? তাই আমার ভাই, আমার ক্রেতাদের সাহায্য করছি।’’ যশবিন্দর গ্যাস সিলিন্ডার বিক্রি করছেন ৪৭ শতাংশ ছাড় দিয়ে। তবে এতে তাঁর নিজের ক্ষতি হচ্ছে দৈনিক প্রায় ৫০০ ডলার। প্রতি গ্যালন গ্যাস বিক্রি করছেন ৫.১৯ ডলারে। এ ভাবে প্রতি দিন ৩,৭৮৫ লিটার গ্যাস বিক্রি করেন এই শিখ প্রৌঢ়।

মানুষকে সাহায্য করতে হবে। আবার, নিজের আর্থিক ক্ষতির দিকটাও যতটা কম করা যায় সেটাও ভাবতে হবে। তাই সস্ত্রীক যশবিন্দর কাজের সময়ও বাড়িয়ে দিয়েছেন। গত মার্চ মাসে ১০ শতাংশ ছাড় দিয়ে জ্বালানি বিক্রি করেছেন যশবিন্দর। এখন সেটা নিয়ে গিয়েছেন ৪৭ শতাংশে। তাঁর কথায়, ‘‘ভগবান আমাকে সাহায্য করছেন যাতে আমি অন্যদের সাহায্য করতে পারি। এখন লাভ করার সময় নয়।’’ তাঁর আরও সংযোজন, ‘‘এখন সবারই অর্থসঙ্কট চলছে। আমার বাবা-মা শিক্ষা দিয়েছেন, নিজের অল্প কিছু থাকলেও তা দিয়ে যেন অন্যকে সাহায্য করি। সেটাই করছি।’’

Advertisement

ইতিমধ্যে যশবিন্দরের কাণ্ড নেটমাধ্যমে ভাইরাল। এমনও মানুষ আছেন! লিখছেন কোনও কোনও নেটাগরিক।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement