International News

ইঞ্জেকশন দিয়ে রোগী মারতেন নেশায় ‘খুনি’ নার্স!

সেবাই যাঁর ব্রত, তিনি তাঁর চাকরি জীবনের অনেকটা সময়ই কাটিয়েছেন মানুষ মেরে। একটা-দু’টো নয়, পুলিশের অভিযোগ, অন্তত ৮৪ জনকে তো খুন করেইছেন সেই পুরুষ নার্স। এইচ নিল্‌স। উত্তর জার্মানির ওল্ডেনবার্গ শহরে। গত কয়েক বছর ধরে।

Advertisement

সংবাদ সংস্থা

ওল্ডেনবার্গ শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৭ ১৮:১৮
Share:

প্রতীকী ছবি।

পেশায় নার্স। নেশায় খুনি।

Advertisement

সেবাই যাঁর ব্রত, তিনি তাঁর চাকরি জীবনের অনেকটা সময়ই কাটিয়েছেন মানুষ মেরে। একটা-দু’টো নয়, পুলিশের অভিযোগ, অন্তত ৮৪ জনকে তো খুন করেইছেন সেই পুরুষ নার্স। এইচ নিল্‌স। উত্তর জার্মানির ওল্ডেনবার্গ শহরে। গত কয়েক বছর ধরে।

পুলিশ জানাচ্ছে, দুই রোগীকে খুন করার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিচারাধীন সেই পুরুষ নার্স এইচ নিল্‌স এখন জেলে বন্দি। অভিযোগ প্রমাণিত হয়ে আদালতের রায়ে দণ্ডিত হলে সেই পুরুষ নার্স এইচ নিল্‌সই হবেন জার্মানির সবচেয়ে কুখ্যাত ‘সিরিয়াল কিলার’। পুলিশের প্রাথমিক হিসেবে, ক্লিনিকে আসা অন্তত ৮৪ জন রোগীকে ইঞ্জেকশন দিয়ে খুন করেছেন ওই নার্স, কয়েক বছর ধরে। মামলার শুনানিতে সে কথা কবুলও করেছেন ওই নার্স।

Advertisement

আরও পড়ুন- খাচ্ছেন না, কথাও বলছেন না, জেলে কেবলই কেঁদে চলেছেন রাম রহিম

আরও পড়ুন- কোথায় আছেন রাম রহিমের স্ত্রী হরজিৎ?

কী করতেন ওই নার্স?

পুলিশ জানাচ্ছে, ৪০ বছর বয়সী এইচ নিল্‌স মামলার শুনানিতে বলেছেন, তিনি মৃত্যুর ইঞ্জেকশন দিয়ে হার্ট অ্যাটাক করিয়েছিলেন ওল্ডেনবার্গের ক্লিনিকে আসা দুই রোগীকে। তবে তদন্তে পুলিশ জানতে পেরেছে অন্তত ৮৪ জন রোগীকে তিনি এই ভাবেই খুন করেছেন গত কয়েক বছর ধরে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement