রাইসিনা সম্মেলন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ।—ছবি পিটিআই।
এক দিকে ভারতকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য করার জন্য দিল্লি পৌঁছে সওয়াল করলেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। আবার পরোক্ষে চিনের পাশে দাঁড়িয়ে ভারতের বিদেশনীতির অন্যতম গুরুত্বপূর্ণ দিক, ‘ভারত ও প্রশান্ত মহাসাগরীয় নীতি’কেও সুকৌশলে বিঁধলেন। ‘রাইসিনা আলোচনা’র বক্তৃতায় এই আক্রমণে লাভরভ সরাসরি নয়াদিল্লিকে নিশানা না-করে করেছেন আমেরিকাকে। তাঁর কথায়, ‘‘আমেরিকা, জাপানের মতো কিছু দেশ এশিয়া-প্রশান্ত মহাসাগরকে বদলে ভারত-প্রশান্ত মহাসাগরের আমদানি করল কেন? চিনকে বাইরে রাখতে।’’ তাঁর কথায়, ‘‘আমাদের বলা হয়েছে এটা নাকি বেশি গণতান্ত্রিক। আমরা তা আদৌ মনে করি না। বরং এটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ।’’
সাউথ ব্লকের নেতৃত্বের সঙ্গে তাঁর বৈঠকে অশোধিত তেল আরও বেশি করে ভারতে রফতানির বিষয়ে ইতিবাচক কথা বলেছেন লাভরভ। দিল্লিও জানিয়েছে তারা ওই অঞ্চলের উপর থেকে নির্ভরতা কমাতে চায়। মার্কিন নিষেধাজ্ঞাকে এড়িয়ে কী ভাবে ভারত এবং অন্যান্য বন্ধু দেশের
সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষা ও বাণিজ্য সম্পর্ক বাড়ানো যায়, তার বিকল্প মেকানিজম নিয়েও কথা হয়েছে। কিন্তু ভারত প্রশান্ত মহাসাগরীয় নীতির কড়া সমালোচনা করে তিনি আজ কার্যত বেজিং-এর হাত শক্ত করলেন বলেই মনে করা হচ্ছে।