sheikh hasina

ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন মন্তব্য থেকে বিরত থাকুন, দুর্গাপুজোয় আহ্বান শেখ হাসিনার

দেশের কোনও এলাকায় সংঘটিত কোনও ঘটনা বড় করে দেখানোর চেষ্টা না করে সরকারের শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে তার প্রতি বিশ্বাস রাখুন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২২ ২৩:৫৬
Share:

ফাইল চিত্র।

কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কোনও মন্তব্য করা থেকে দেশবাসীকে বিরত থাকার আহ্বান জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলা দেসের সংবাদ সংস্থা জানিয়েছে, দুর্গাপুজো উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে মঙ্গলবার এই মন্তব্য করেন হাসিনা।

Advertisement

তিনি বলেন, ‘‘দেশের কোনও এলাকায় সংঘটিত কোনও ঘটনা বড় করে দেখানোর চেষ্টা না করে সরকারের শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে তার প্রতি বিশ্বাস রাখুন।’’

হাসিনা বলেন, দেশে ধর্মীয় সম্প্রীতি নিশ্চিত করতে সরকার সর্বদা সতর্ক রয়েছে। তিনি আরও যোগ করেন, ‘‘যখনই কোনও দুর্ঘটনা ঘটে তখনই সরকার পদক্ষেপ করে। কারণ, আমরা চাই যে এই দেশের সকল নাগরিক তাদের ধর্ম যাই হোক না কেন তারা নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান সমভাবে পালন করতে পারে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement