Amazon Forest

তিন বছরের পরিকল্পনা, দু’সপ্তাহের ট্রেকিংয়ের পর আমাজনের সবচেয়ে উঁচু গাছের কাছাকাছি বিজ্ঞানীরা

গাছটির উচ্চতা ২৯০ ফুট। ২৫তলা বাড়ির সমান। ৪০০-৫০ বছরের পুরনো। বিজ্ঞানীদের ধারণা, ভারতে মুঘল সাম্রাজ্যের সময়কালীন এই গাছ।

Advertisement

সংবাদ সংস্থা

ব্রাসিলিয়া শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২২ ১৮:২৭
Share:

ডিনিজ়িয়া এক্সেলসা গাছ।

আমাজনের গভীর জঙ্গলের চাদর ভেদ করে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে সুবিশাল একটি গাছ। যা অন্তত ৪০০-৫০০ বছর পুরনো। কিন্তু কিছুতেই সেই গাছটির কাছে পৌঁছতে পারছিলেন না বিজ্ঞানীরা। তিন বছর ধরে পরিকল্পনা, দু’সপ্তাহ ধরে গভীর জঙ্গল পেরিয়ে অবশেষে আমাজনের সবচেয়ে উঁচু গাছের কাছে পৌঁছলেন বিজ্ঞানীরা।

Advertisement

গাছটির উচ্চতা ২৯০ ফুট। ২৫তলা বাড়ির সমান। ৪০০-৫০ বছরের পুরনো। বিজ্ঞানীদের ধারণা, ভারতে মুঘল সাম্রাজ্যের সময়কালীন এই গাছ। সেই মুঘলরাও আর নেই। সাম্রাজ্যও নেই। তবে ডিনিজ়িয়া এক্সেলসা (বিজ্ঞানসম্মত নাম) গাছটি সেই সময় থেকেই গর্বের সঙ্গে আমাজনে মাথা তুলে দাঁড়িয়ে আছে।

গাছটি শুধু উঁচুই নয়, এর ডালপালা এবং পাতার বিস্তার ৩২ ফুট এলাকা জুড়ে। আমাজনের থ্রিডি ম্যাপিং করার পর দৈত্যাকার এই গাছটির প্রথম সন্ধান মেলে ২০১৯ সালে। উপগ্রহ চিত্রের মাধ্যমে ধরা পড়ে এই গাছ। এর পর ওই বছরেই এক দল গবেষক, পরিবেশ বিজ্ঞানী এবং স্থানীয় কয়েক জন গাইড গাছটি খুঁজতে অভিযানে নামেন। দশ দিন ধরে তন্ন তন্ন করে খোঁজার পরেও ব্যর্থ হয়ে ফিরে আসতে হয়। কারণ তাঁদের রসদ ফুরিয়ে আসছিল। ক্লান্ত হয়ে পড়েছিলেন দলের সব সদস্যরা। অনেক আবার অসুস্থও হয়ে পড়েছিলেন।

Advertisement

অবশেষে আমাজনের বুকে গর্বের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ডিনিজ়িয়া এক্সেলসা-র কাছে পৌঁছে স্বস্তির নিশ্বাস ফেলেছেন বিজ্ঞানীরা। গাছটির নীচ থেকে মাটি সংগ্রহ করে নিয়ে এসেছে তাঁরা। এই মাটি পরীক্ষা করে বোঝা যাবে, আসলে গাছটির বয়স কত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement