Mohammed bin Salman

‘ইজ়রায়েলের হানাদারি বন্ধ হোক’, মুসলিম দেশগুলির বৈঠকে গাজ়া, লেবাননের সঙ্গে ইরানের পাশে সৌদি!

গত কয়েক দশক কূটনৈতিক ভাবে রিয়াধ-তেহরানের সম্পর্ক তিক্ত। কিন্তু পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে সলমনের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনীতিবিদদের একাংশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ২২:২১
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

লেবানন এবং প্যালেস্টাইনি ভূখণ্ড গাজ়ার পাশাপাশি ইরানের উপর হামলা চালানো থেকে ইজ়রায়েলকে বিরত থাকার আহ্বান জানালেন সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমান। সোমবার রিয়াধে আরব লিগ এবং ইসলামি রাষ্ট্রগোষ্ঠী (আইওসি)-র যৌথ সম্মেলনে তিনি বলেন, ‘‘ইরানের সার্বভৌমত্বের প্রতি ইজ়রায়েলকে সম্মান দেখাতে হবে। ইজ়রায়েল এ ভাবে ইরানের ভূখণ্ডে হামলা চালাতে পারে না।’’

Advertisement

গত কয়েক দশক কূটনৈতিক ভাবে রিয়াধ-তেহরানের সম্পর্ক তিক্ত। কিন্তু পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে সলমনের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনীতিবিদদের একাংশ। প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাস এবং হিজ়বুল্লা গেরিলাদের দমনের নামে সাধারণ নাগরিকদের ইজ়রায়েলি সেনা হত্যা করছে অভিযোগ করে সলমন বলেন, ‘‘গাজ়া ও লেবাননে আমাদের ভাইদের বিরুদ্ধে ইজ়রায়েল যে হানাদারি চালাচ্ছে, তা বন্ধ করতে আন্তর্জাতিক তৎপরতা প্রয়োজন।’’

আরব লিগ এবং ইসলামি রাষ্ট্রগোষ্ঠী (আইওসি)-র যৌথ সম্মেলনে প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, নাইজ়িরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু, লেবাননের প্রেসিডেন্ট নাজিব মিকাতি-সহ আরব লিগ ও ওআইসির সদস্যদেশগুলোর শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। ছিলেন না ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান। তেহরানের প্রতিনিধিত্ব করেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement