ফাইল চিত্র।
ঢাকায় সফরে গিয়ে শক্তি এবং যোগাযোগের ক্ষেত্রে বাড়তি উদ্যোগী হওয়ার বার্তা দিয়ে এলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার তাঁর সফরের একটি দিক ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফরের ভিত তৈরি করা। পাশাপাশি বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে তিনি শক্তি ক্ষেত্রে ভারত-বাংলাদেশ আন্তঃসীমান্ত প্রকল্প গড়ার প্রস্তাব দিয়েছেন।
যৌথ সাংবাদিক সম্মেলনে জয়শঙ্করের বক্তব্য, “বিভিন্ন ক্ষেত্রে আঞ্চলিক এবং উপ আঞ্চলিক সংযোগ আরও পোক্ত করার জন্য ভারত আগ্রহী। শক্তি ক্ষেত্রে, বিশেষ করে জলবিদ্যুৎ শক্তির ক্ষেত্রে সহযোগিতা বাড়ালে আমাদের দু’পক্ষেরই লাভ। শক্তি ক্ষেত্রে ভারত বৃহৎ উৎপাদক এবং গ্রাহকও বটে। আমরা বিবিআইএন কাঠামোয় প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে কাজ করতে উদগ্রীব। এই অঞ্চলে উৎপাদন, পরিবহণ, বাণিজ্য ক্ষেত্রে অংশীদারিত্বে নেতৃত্ব দিতে ভারত তৈরি।”
বিদেশমন্ত্রী জানান, কোভিডের সময়েও ভারতের দেওয়া কম সুদের ঋণে বাংলাদেশে প্রকল্পের কাজ এগিয়েছে। দ্বিপাক্ষিক বিনিয়োগ, বাণিজ্য এবং পরিষেবা অব্যাহত থেকেছে। বিষয়টি অত্যন্ত সন্তোষজনক বলেই মন্তব্য করেছেন বিদেশমন্ত্রী। আগামী দিনের জন্য নয়াদিল্লির ঢাকাকে বার্তা, শক্তি এবং সংযোগের ক্ষেত্রে বেশ কিছু নতুন প্রকল্প দ্রুত শুরু করতে হবে। ফলে গত কয়েক বছরে দু’দেশ যে পর্যায়ে পৌঁছেছে তাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।