Russia-Ukraine Conflict

যুদ্ধবিরতি ঘোষণা করতে পারে রাশিয়া! ইউক্রেনকে কিছু শর্ত বেঁধে দিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন

ইউক্রেনে শান্তি ফেরানোর লক্ষ্যে সুইৎজ়ারল্যান্ড এই সপ্তাহের শেষে বিশ্বনেতাদের বৈঠকে বসার আহ্বান জানিয়েছে। কিন্তু রাশিয়া স্পষ্ট জানিয়েছে, এমন কোনও বৈঠকে তারা অংশ নেবে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৪ জুন ২০২৪ ১৭:৪২
Share:

(বাঁ দিকে) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। — ফাইল চিত্র।

ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে যাবে কি রাশিয়া? সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার এই প্রসঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিবাচক মন্তব্য করেছেন। তিনি জানান, যুদ্ধবিরতিতে যেতে তিনি রাজি। কিন্তু তার জন্য ইউক্রেনকে মানতে হবে কিছু শর্ত!

Advertisement

সংবাদ সংস্থা এপি সূত্রে খবর, মস্কোতে বিদেশ মন্ত্রালয়ে এক বক্তৃতায় পুতিন বলেছেন, ‘‘অবিলম্বে যুদ্ধবিরতির ঘোষণা করব আমরা।’’ তবে পুতিন এ-ও জানিয়েছেন, ইউক্রেন যদি নেটোতে যোগদানের পরিকল্পনা থেকে বিরত থাকে তবেই যুদ্ধবিরতির ঘোষণা করে আলোচনায় বসতে পারেন। একই সঙ্গে রুশ প্রেসিডেন্ট আরও দাবি করেছেন, চারটি অধিকৃত অঞ্চল থেকে সেনা সরাতে হবে ইউক্রেনকে।

পুতিনের দাবি এখানেই শেষ নয়। তাঁর কথায়, ইউক্রেনকে সামরিক শক্তির উপর বিধিনিষেধ আরোপ করতে হবে। পাশাপাশি, সে দেশে রাশিয়ানদের স্বার্থরক্ষার বিষয়টিও দেখতে হবে। তিনি মনে করেন, এই সব বিষয় ‘মৌলিক আন্তর্জাতিক চুক্তি’র অংশ হওয়া উচিত। এ ছাড়াও রাশিয়ার বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশ যে নিষেধাজ্ঞা জারি করেছে, তা প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন পুতিন।

Advertisement

পুতিনের এই মন্তব্য এমন সময় প্রকাশ্যে এসেছে, যখন বিশ্বনেতারা ইটালিতে জি-৭ সম্মেলনে অংশ নিয়েছেন। এ দিকে, ইউক্রেনে শান্তি ফেরানোর লক্ষ্যে সুইৎজ়ারল্যান্ড এই সপ্তাহের শেষে বিশ্বনেতাদের বৈঠকে বসার আহ্বান জানিয়েছে। কিন্তু রাশিয়া স্পষ্ট জানিয়েছে, এমন কোনও বৈঠকে তারা অংশ নেবে না।

কিভের নেটোয় অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তবে বিষয়টি মোটেই ভাল চোখে দেখছে না রাশিয়া। প্রথম থেকেই তারা ইউক্রেনের নেটোয় যোগ দেওয়ার বিরুদ্ধে। এ বার পুতিন সরাসরি নেটো নিয়ে কিভকে শর্ত বেঁধে দিল বলেই খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement