Russia Ukraine War

Ukraine-Russia Conflict: ওডেসা শহরে বোমা ফেলতে চলেছে রাশিয়া, নয়া ভিডিয়ো-বার্তায় আশঙ্কা জেলেনস্কির

মারিউপোলে সাধারণ নাগরিকদের উদ্ধারকাজের জন্য সাময়িক ভাবে যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও দেশের বাকি প্রদেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েই যাচ্ছে রুশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২২ ১৮:২৬
Share:

রবিবার নয়া ভিডিয়ো বার্তায় আশঙ্কা প্রকাশ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

চের্নোবিল দখলের পর ইউক্রেনের জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রও ঘিরে রেখেছে রুশ সেনাবাহিনী। এ বার তাঁদের লক্ষ্য, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম পারমাণবিক কেন্দ্র ইয়ুসনিউক্রেইনস্ক। এরই সঙ্গে ইউক্রেনের অন্যতম বন্দর শহর ওডেসাতেও বোম ফেলতে চাইছে রাশিয়া। রবিবার নয়া ভিডিয়ো বার্তায় এমনই আশঙ্কা প্রকাশ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রবিবার ১১ দিনে পড়ল রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ-পরিস্থিতি। ইউক্রেনের বন্দর শহর মারিউপোলে সাধারণ নাগরিকদের উদ্ধারকাজের জন্য সাময়িক ভাবে যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও দেশের বাকি প্রদেশে লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে রুশ। ভিডিয়ো বার্তায় জেলেনস্কির দাবি, ইউক্রেনের মিকোলেইভ প্রদেশের ১২০ কিলোমিটার উত্তরে অবস্থিত ইয়ুসনিউক্রেইনস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি এ বার ক্রেমলিন দখল করতে চাইছে। শনিবারই রুশ বাহিনী বিদ্যুৎ কেন্দ্রের এলাকা ঘিরে ফেলেছে বলে জানালেন তিনি। পাশাপাশিই, তাঁর আশঙ্কা, মারিউপোলের মতো ওডেসা শহরও দখল করতে চায় রাশিয়া। সেই লক্ষ্যেই কৃষ্ণ সাগরের তীরে ওই শহরে বোমা ফেলার প্রস্তুতি নিচ্ছে ক্রেমলিন।

Advertisement

প্রসঙ্গত, গত সপ্তাহে রুশ সেনার আক্রমণের আগুন ধরে গিয়েছিল জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। ইউরোপের সব থেকে বড় ওই পরমাণু চুল্লিতে বিস্ফোরণ ঘটলে গোটা ইউরোপই ধ্বংস হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন পরমাণু-বিশেষজ্ঞরা। রবিবার জেলেনস্কির বার্তার পর আবার উদ্বেদ তৈরি হল গোটা ইউরোপ জুড়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement