Russia-Ukraine War

জ়েলেনস্কির শহরে রুশ হানা, হত ১৯

গত কাল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির নিজের শহর ক্রিভি রি-তে জোরালো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, আবাসন ও তার সংলগ্ন একটি শিশুদের পার্কে আছড়ে পড়ে রুশ সামরিক বাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৫ ০৮:৫৪
Share:

ছবি: সংগৃহীত।

এক দিকে দ্রুত ইউক্রেনের সঙ্গে সংঘর্ষবিরতি চুক্তিতে পৌঁছনোর জন্য রাশিয়াকে ক্রমাগত চাপ দিচ্ছে ট্রাম্প প্রশাসন। অন্য দিকে ইউক্রেনের বিরুদ্ধে হামলা আরও জোরদার করছে রুশ সামরিক বাহিনী। গত কাল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির নিজের শহর ক্রিভি রি-তে জোরালো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, আবাসন ও তার সংলগ্ন একটি শিশুদের পার্কে আছড়ে পড়ে রুশ সামরিক বাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সেই হামলায় মৃত্যু হয়েছে ১৯ জনের। নিহতদের মধ্যে রয়েছে ৯টি শিশু। আহতের সংখ্যা ৮০ ছুঁইছুঁই। আহতের মধ্যেও রয়েছে তিন মাসের একটি শিশু। চলতি মাসের গোড়াতেই ক্রিভি রি-তে একটি পার্কিং লটে রুশ হামলায় মৃত্যু হয়েছিল চার জন স্থানীয় বাসিন্দার।

Advertisement

গত কালের হামলার তীব্র নিন্দা করেছেন ক্রিভি রি-র মেয়র ওলেকজ়ান্দর ভিলকুল। আজ এক টেলিগ্রাম বার্তায় তিনি বলেছেন, ‘‘জঙ্গি দেশের দ্বারা আরও একটা রক্তাক্ত অপরাধ হল। আবাসন আর খেলার পার্ক লক্ষ করে জোরালো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ওরা।’’ ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, একেবারে উদ্দেশ্য প্রণোদিত ভাবেই গত কাল ক্রিভি রি-তে শক্তিশালী ব্যালিস্টিক হামলা চালিয়েছে রাশিয়া। যাতে অনেক বড় এলাকার উপরে হামলার প্রভাব পড়ে। এতগুলি শিশুর মৃত্যুতে রুশ প্রশাসনের উদ্দেশ্যও স্পষ্ট বলে জানিয়েছে ইউক্রেন। আবাসন আর পার্কের পাশাপাশি অন্তত ৬টি শিক্ষা প্রতিষ্ঠানেও হামলা চলেছে কাল। শহরের মেয়রের পাশাপাশি মুখ খুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জ়েলেনস্কিও। গত কাল রাতেই নিজের রুটিন অডিয়ো বার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেছেন, ‘‘প্রচুর মানুষ আহত। বিধ্বস্ত আবাসনগুলি। ক্ষেপণাস্ত্রটি ছোড়াই হয়েছিল আবাসন আর পার্কে আছড়ে পড়ার জন্য।’’ জ়েলেনস্কি আরও জানান, ক্রিভি রি-র পাশাপাশি খেরসনের একটি বিদ্যুৎ কেন্দ্রেও হামলা চালিয়েছে রাশিয়া। তাঁর দাবি, আমেরিকাকে দেওয়া প্রতিশ্রুতি এ ভাবেই ভাঙছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জ়েলেনস্কির বক্তব্য, বিদ্যুৎ কেন্দ্রগুলিকে হামলার আওতার বাইরে রাখার কথা রাশিয়ার। তবে সে কথা তারা শুনছে না।

এই পরিস্থিতিতে রাশিয়ার কর্মকাণ্ড নিয়ে ধীরে ধীরে ধৈর্য হারাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। গত কাল ব্রাসেলসে নেটো কর্তাদের সঙ্গে বৈঠকের ফাঁকে আমেরিকান বিদেশসচিব মার্কো রুবিয়ো বলেন, ‘‘রাশিয়া সত্যিই শান্তিচুক্তি নিয়ে সদর্থক কিছু ভাবছে কি না, তা খুব শীঘ্রই আমরা জানতে পারব। হয়তো কয়েক সপ্তাহ বা এক মাসের মধ্যেই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement