Russia Ukraine War

Russia Ukraine war: ক্ষেপণাস্ত্র-হুমকি পুতিনের, সময় শেষের প্রহর গুনছে মারিয়ুপোল

কারখানার মাটির নীচে জাল বিছিয়ে রয়েছে বহু টানেল ও অসংখ্য ঘর। রুশ বোমার হাত থেকে বাঁচতে তাতেই আশ্রয় নিয়েছিলেন মানুষ। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২২ ০৭:১০
Share:

ফাইল চিত্র।

একটু একটু করে পুরো শহরটাকে গিলে ফেলছে রুশ বাহিনী। মারিয়ুপোলের আর সামান্য অংশই ইউক্রেনের হাতে রয়েছে। অস্ত্র নামিয়ে রেখে ইউক্রেনীয় বাহিনীকে আত্মসমর্পণ করার শেষ ‘সুযোগ’ ঘোষণা করেছে ক্রেমলিন। আজ়ভস্টল ইস্পাত কারখানায় মাটির নীচে বেসমেন্টে আশ্রয় নিয়েছে বাহিনী। তাদের সঙ্গে রয়েছে হাজার খানেক বাসিন্দা। সেখান থেকেই ভিডিয়ো-বার্তায় ইউক্রেনের মেরিন কম্যান্ডার সেরহি ভলনা বললেন, ‘‘পৃথিবীতে এটাই আমাদের শেষ ঠিকানা। হয়তো সর্বশেষ। ...হয়তো আর ক’টা দিন কিংবা কিছু ঘণ্টা বাকি রয়েছে।’’

Advertisement

প্রাণে বাঁচতে হলে রবিবারের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল ক্রেমলিন। মঙ্গলবার ফের তারা শেষ বারের মতো ‘সুযোগ’ ছুড়ে জানিয়েছে, অস্ত্র নামিয়ে ধরা দিলে ভয় নেই। ‘অর্থহীন প্রতিরোধ’ বন্ধ করার কথাও বলছে মস্কো। কিন্তু মারিয়ুপোলের সেনাবাহিনী জানিয়ে দিয়েছে, তারা আত্মসমর্পণ করবে না। গোটা বিশ্বের কাছে সাহায্য চেয়ে মেজর ভলনা জানিয়েছেন, তাঁদের ৫০০ সেনা জখম অবস্থায় রয়েছেন। হাজারেরও বেশি সাধারণ বাসিন্দা রয়েছেন সঙ্গে। এর মধ্যে কয়েকশো মহিলা ও শিশু, কারখানার নীচে পাতাল-গহ্বরে ‘বন্দি’। ইউরোপের অন্যতম বৃহৎ ইস্পাত কারখানা আজ়ভস্টল। ১০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। কারখানার মাটির নীচে জাল বিছিয়ে রয়েছে বহু টানেল ও অসংখ্য ঘর। রুশ বোমার হাত থেকে বাঁচতে তাতেই আশ্রয় নিয়েছিলেন মানুষ।

ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক মস্কোর কাছে মহিলা, শিশু ও প্রবীণদের ওই জায়গা থেকে বার করে আনার আবেদন জানিয়েছেন। রাশিয়ার পাল্টা দাবি, কারখানার নীচে ২৫০০ ইউক্রেনীয় যোদ্ধা ও ৪০০ বিদেশি ‘ভাড়া করা’ সৈন্য রয়েছে। মারিয়ুপোলবাসীদের অবিলম্বে শহর ছেড়ে পালানোর আবেদন জানিয়েছেন মেয়র বাদিম বয়চেঙ্কো।

Advertisement

এই পরিস্থিতিতে অপ্রত্যাশিত ভাবে আজ কিভে আসেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি তাঁকে স্বাগত জানিয়ে বলেন, ‘‘আমাদের দেশের বড় বন্ধু।’’ ইউক্রেন প্রতিরক্ষা ও অন্যান্য ক্ষেত্রে আর্থিক সাহায্য করা নিয়ে অর্থপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জ়েলেনস্কি। সম্প্রতি কিভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। সেটি ছিল একপ্রকার ইউরোপ-সহ গোটা বিশ্বকে বার্তা দেওয়া, কিভও নিরাপদ নয়। কিভের মূল প্রশাসনিক কেন্দ্রে হামলা চালানোর হুমকিও তারা দিয়ে রেখেছে। তার পরেও চার্লসের কিভ-সফর তাৎপর্যপূর্ণ।

কিছু দিন আগে আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডনে ইউক্রেনকে ৮০ কোটি ডলারের সামরিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। আজ আমেরিকা ঘোষণা করেছে, একাধিক যুদ্ধবিমান ও বিমানের অংশ পেয়েছে ইউক্রেন। তবে কত সংখ্যক কী পাঠানো হয়েছে, তা খোলসা করে জানায়নি ওয়াশিংটন। এর ঘণ্টা খানেকের মধ্যে রাশিয়া ঘোষণা করেছে, তারা ‘সারমাট’ অন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল
পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। রাশিয়ার উত্তর-পশ্চিম প্লেসেৎস্ক অঞ্চল থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। পূর্বে বহু দূরে কামচাটকায় নির্দিষ্ট নিশানায় গিয়ে আঘাত করে সেটি। সাংবাদিক বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘‘যারা রাশিয়াকে ভয় দেখানোর চেষ্টা করছে, তাদের জন্য ‘খাবার’ পৌঁছে দেবে এই ক্ষেপণাস্ত্র।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement