Russia Ukraine War

Russia Ukraine War: মনের খোরাক নিতে মানুষ মারছে, রাষ্ট্রপুঞ্জে রাশিয়াকে বহিষ্কারের দাবি জেলেনস্কির

রাশিয়ার আক্রমণ ঠেকানোর কোনও পন্থা যদি না থাকে, তাহলে মিছিমিছি আলোচনায় কাজ নেই। রাষ্ট্রপুঞ্জে বললেন ইউক্রেন প্রেসিডেন্ট।

Advertisement

সংবাদ সংস্থা

নিউ ইয়র্ক শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২২ ১৪:৫২
Share:

রাষ্ট্রপুঞ্জের বৈঠকে জেলেনস্কি। ছবি: এএফপি।

Advertisement

শুধু মনের আনন্দ পেতে ইউক্রেনে সাধারণ নাগরিককে খুন করছে রুশ সেনা। মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জে এমনই অভিযোগ করলেন ইউক্রেন প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। পাশাপাশি, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ বা ইউএনএসসি থেকে রাশিয়াকে বহিষ্কারের দাবি করলেন তিনি।

বুচায় সাধারণ মানুষকে হত্যার অভিযোগ করে জেলেনস্কি বলেন, ‘‘মানুষ নিজের ঘরে, ফ্ল্যাটের মধ্যে খুন হচ্ছেন... রাস্তায় গাড়ি নিয়ে বেরলে ট্যাঙ্কার পিষে দিয়ে যাচ্ছে। এ সব মনের খোরাকের জন্য করছে ওরা (রাশিয়া)।’’ এখানেই থামেননি তিনি। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠকে ভিডিয়ো বক্তৃতায় ইউক্রেন প্রেসিডেন্ট আরও বলেন, ‘‘ওরা (রুশ বাহিনী) পুরো পরিবারকে খুন করছে। বয়স্কদের মারছে, শিশুদের মারছে। তার পর পুড়িয়ে দিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করছে।’’

এর পর চ্যালেঞ্জের সুরে তিনি বলেন, ইউক্রেনের মাটিতে রাশিয়ার আক্রমণ ঠেকানোর কোনও পন্থা যদি নিরাপত্তা পরিষদের হাতে না থাকে, তাহলে মিছিমিছি আর আলোচনায় কাজ নেই। কারণ, তিনি আর আলোচনায় নয়, কাজে আস্থাশীল। বলেন, ‘‘কোথায় শান্তি? রাষ্ট্রপুঞ্জ যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার কী হল?’’ রাষ্ট্রপুঞ্জ জানাচ্ছে, রাশিয়া আক্রমণের পর রাশিয়ায় ৩,৪০০ মানুষের হত্যা হয়েছে। যার মধ্যে রয়েছে ১২১টি শিশু। রাশিয়াকে ‘হত্যাকারী’, ‘ধর্ষণকারী ’বলে কটাক্ষ করেছেন জেলেনস্কি। অন্য দিকে, নেটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ ইউক্রেন-রাজধানী কিভের আশেপাশে সাধারণ মানুষের হত্যার জন্য সরাসরি রাশিয়াকে দায়ী করেন।

আরও পড়ুন:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement