Russia-Ukraine Crisis

Russia-Ukraine War: রুশ হামলায় বিধ্বস্ত মারিয়ুপোলের রেড ক্রস ভবন! মানবিক বিপর্যয়ের আশঙ্কা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্কবার্তা দিয়ে বলেছিলেন যে এই শহরে ইউক্রেন সেনা আত্মসমর্পণ না করা পর্যন্ত রুশ গোলাবর্ষণ বন্ধ হবে না।

Advertisement

সংবাদ সংস্থা

কিভ শেষ আপডেট: ৩০ মার্চ ২০২২ ১৮:২৬
Share:

রুশ হামলার মুখে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। ফাইল চিত্র ।

ইউক্রেনের বন্দর শহর মারিয়ুপোলের রেড ক্রস ভবনে ক্ষেপণাস্ত্রের হামলা চালাল রুশ সেনা। ইতিমধ্যেই কর্মকর্তারা মানবিক বিপর্যয় হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।

Advertisement

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্কবার্তা দিয়ে বলেছিলেন যে এই শহরে ইউক্রেন সেনা আত্মসমর্পণ না করা পর্যন্ত রুশ গোলাবর্ষণ বন্ধ হবে না।

ইউক্রেনের এক আধিকারিক এক বিবৃতিতে বলেন, ‘‘মারিয়ুপোলে রুশ ক্ষেপণাস্ত্রের হামলায় বিধ্বস্ত ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস (আইসিআরসি) ভবন’’।

Advertisement

বিবৃতিতে আরও বলা হয়েছে, রাশিয়ার বিমান এবং কামান যৌথ ভাবে রেড ক্রস চিহ্নিত একটি সাদা ভবনে হামলা চালিয়েছে। এর ফলে অনেক সাধারণ মানুষের আহত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এই হামলা কখন চালানো হয়েছিল তা এখনও পর্যন্ত জানা যায়নি। পাশাপাশি এই হামলায় কত জন নিহত বা আহত হয়েছেন তাও সঠিক ভাবে বলা যায়নি।

আর্ন্তজাতিক রেড ক্রস ইউক্রেন এবং রাশিয়াকে শহর থেকে সাধারণ জনগণকে নিরাপদ ভাবে সরিয়ে নেওয়ার বিষয়ে একমত হওয়ার আবেদন জানানোর একদিন পরে এই হামলাটি চালানো হল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement