Russia Ukraine War

Russia Ukraine War: পৃথিবীর যে কোনও লক্ষ্যে আঘাত হানতে সক্ষম! নয়া ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সারল রাশিয়া

পুতিন বলেন, ‘‘শত্রুদের হামলা বলার আগে ‘দু’বার ভাবতে বাধ্য করবে। কারণ পৃথিবীর যে কোনও প্রান্তের যে কোনও বিন্দু এখন এর পাল্লার মধ্যেই।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২২ ০২:৩৫
Share:

প্রতীকী ছবি।

সারমাট অন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ সারল রাশিয়া। বুধবার এ খবর দিয়েছেন খোদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেনাকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘‘পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই হাতিয়ার ক্রেমলিনের শত্রুদের হামলা বলার আগে ‘দু’বার ভাবতে বাধ্য করবে। কারণ পৃথিবীর যে কোনও প্রান্তের যে কোনও বিন্দু এখন এর পাল্লার মধ্যেই।’’

Advertisement

পশ্চিমী বিশ্ব সারমাটকে ‘দ্বিতীয় শয়তান’ এর তকমা দিয়েছে। রাশিয়ার আগামী প্রজন্মের ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে পুতিনের ভাষায় ‘অজেয়’ কিঞ্ঝল এবং আভানগার্ড হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। তাতে এ বার যুক্ত হল সারমাটও।

গত মাসে মস্কো জানিয়েছিল, তারা ইউক্রেনে নির্দিষ্ট লক্ষ্যে প্রথম বার কিঞ্ঝল ক্ষেপণাস্ত্রের ব্যবহার করেছে। প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেনের উপর হামলা চালায়। যা রুশ প্রেসিডেন্টের কথায়, ‘বিশেষ সামরিক অভিযান।’

Advertisement

বুধবার পুতিন একটি টেলিভিশন ভাষণে বলেন, ‘‘আমি সারমাট অন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষপণে আপনাদের অভিনন্দন জানাই।’’ পাশাপাশি তিনি বলেন, ‘‘এর ফলে আমাদের সশস্ত্র বাহিনীর যুদ্ধ ক্ষমতা আরও পোক্ত হবে। যা বহির্শত্রুর আক্রমণ প্রতিহত করতে আমাদের আরও মনোবল জোগাবে। আক্রমণাত্মক ভাষণ দিয়ে আমাদের দেশের বিরুদ্ধে জনমত তৈরির চেষ্টা যাঁরা করছেন, সাবধান। রাশিয়াকে আক্রমণ করার আগে এর পর থেকে নিশ্চয়ই আপনাদের দু’বার ভেবে দেখতে হবে।’’

রুশ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, সারমাটের সফল উৎক্ষেপণটি সম্পন্ন হয়েছে উত্তর রাশিয়ার প্লেসেটস্ক কসমোড্রোমে। তাদের দাবি, সারমাট পৃথিবীর যে কোনও লক্ষ্যে নির্ভুল নিশানায় আঘাত হানতে অব্যর্থ। এর ফলে রাশিয়ার পরমাণু অস্ত্রভান্ডার আরও সুসংগঠিত হল বলেও মন্ত্রক সূত্রে দাবি করা হয়েছে। ২০০ টন ওজনের এই ক্ষেপণাস্ত্রকে ধরতে পারবে না কোনও রেডার বলেও দাবি করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement