Russia Ukraine War

Russia Ukraine War: দেহের সারি, ঠাঁই গণকবরে

দীর্ঘ পরিখা কাটা হয়েছে মাটিতে। তাতে সারি সারি মৃতদেহ ঠেলে ফেলছেন নীল ওভারঅল পরা কর্মীরা।

Advertisement

সংবাদ সংস্থা

কিভ শেষ আপডেট: ১১ মার্চ ২০২২ ০৬:০৭
Share:

দীর্ঘ পরিখা কাটা হয়েছে মাটিতে। তাতে সারি সারি মৃতদেহ ঠেলে ফেলছেন নীল ওভারঅল পরা কর্মীরা।

দীর্ঘ পরিখা কাটা হয়েছে মাটিতে। তাতে সারি সারি মৃতদেহ ঠেলে ফেলছেন নীল ওভারঅল পরা কর্মীরা। দেহগুলি কালো প্লাস্টিকের ব্যাগে ভরা। অনেকের অবশ্য সেই সৌভাগ্যটুকুও জোটেনি। চাদর আর কম্বলের আড়ালেই মিলেছে শেষ পর্দাটুকু।

Advertisement

রাশিয়ার লাগাতার হামলায় বিধ্বস্ত ইউক্রেনের মারিয়ুপোল শহরের এই গণকবরের ছবি তুলে ধরেছেন চিত্রসাংবাদিক ইভজেনি মালোলেটকা। সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইভজেনি বলেছেন, রোজই বাড়ছে মৃতের সংখ্যা। মঙ্গলবার এখানে ৪০টি দেহ এসেছিল। বুধবার দুপুরের মধ্যে তা ৩০ ছুঁয়েছে। এক দিকে মৃতদেহের সারি, অন্য দিকে কর্মী সঙ্কটের জেরবার মারিয়ুপোলের প্রশাসন স্থানীয় একটি কবরস্থানের কাছে ৭৫ ফুট লম্বা ওই পরিখা কাটিয়েছে। তাতে নিহত সৈনিক এবং সাধারণ মানুষ— সকলকেই গণকবর দেওয়া হচ্ছে।

ইউক্রেনে গত পনেরো দিন ধরে হামলা চালাচ্ছে রুশ সেনাবাহিনী। কিভ, খারকিভ, সুমি, মারিয়ুপোলের মতো শহরগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল মারিয়ুপোলের একটি শিশু ও মাতৃত্ব হাসপাতালে বোমাবর্ষণ করে রাশিয়া। তাতে এক শিশু-সহ তিন জন নিহত হন। আহত অন্তত ১৭। ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা।

Advertisement

লাগাতারা হামলায় মারিয়ুপোল এখন মৃত্যুপুরী। শহরের ডেপুটি মেয়র সের্গেই ওরলোভ বলেছেন, ‘‘অন্তত ১৩০০ জন মারা গিয়েছেন এই শহরে। তবে আসল সংখ্যাটা এর তিন, চার গুণ বেশি হতে পারে। বোমা আর ক্ষেপণাস্ত্রে নিহতদের অনেকের দেহ পড়ে রয়েছে রাস্তায়। আমরা গুণে উঠতে পারছি না।’’ তিনি জানান, শহরে বিদ্যুৎ, জলের লাইন বিচ্ছিন্ন। প্রাণ বাঁচাতে বেশির ভাগ মানুষ এখন বম্ব শেল্টার আর মাটির তলায় মেট্রো স্টেশনে আশ্রয় নিয়েছেন। মারিয়ুপোলের বাসিন্দাদের উদ্ধারের জন্য সাময়িক যুদ্ধ বিরতির কথা

মুখে বললেও রাশিয়া লাগাতার হামলা চালিয়েই যাচ্ছে। ক্ষুব্ধ ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্র কুলেবা বলেছেন, ‘‘মারিয়ুপোলের ৩ লক্ষ বাসিন্দাকে পণবন্দি করে রেখে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement