বুধবারই মস্কোর মাটি ছুঁয়েছে পাক প্রধানমন্ত্রীর বিমান। বিমান থেকে বেরিয়ে এসে রাশিয়ার এক আধিকারিককে ইমরান বলেন, ‘‘কী দারুণ সময় রাশিয়া এলাম। রোমাঞ্চকর ব্যাপার!’’ মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ভিডিয়ো। পাক প্রধানমন্ত্রী কী ভাবে এমন কথা বলতে পারেন, তা ভেবে পাচ্ছেন না দুনিয়ার তাবড় কূটনীতিকরা।
— ফাইল ছবি
প্রথম বার রাশিয়া সফরে গিয়ে তীব্র সমালোচনার মুখে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মস্কোয় বিমান থেকে নামার পরেই পাক প্রধানমন্ত্রীর রাশিয়ার এক আধিকারিককে বলা কিছু কথা নিয়ে উঠছে নিন্দার ঝড়। ঘটনাচক্রে ইমরানই প্রথম কোনও রাষ্ট্রনেতা যিনি ইউক্রেন আক্রমণের পর প্রথম রাশিয়া সফর করলেন। সেখানেই তাঁর এমন মন্তব্যে বিস্মিত দুনিয়া।
গত দুই দশকে এই প্রথম পাকিস্তানের কোনও রাষ্ট্রপ্রধান রাশিয়া সফরে গেলেন। মূল উদ্দেশ্য রাশিয়া ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করা হলেও, মস্কোয় বিমান থেকে নেমেই পাক প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন, তাতে অন্য ইঙ্গিত পাচ্ছেন কূটনীতিকরা।
বুধবারই মস্কোর মাটি ছুঁয়েছে পাক প্রধানমন্ত্রীর বিমান। বিমান থেকে বেরিয়ে এসে রাশিয়ার এক আধিকারিককে ইমরানকে বলতে শোনা যায়, ‘‘কী দারুণ সময় রাশিয়া এলাম। রোমাঞ্চকর ব্যাপার!’’ মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ভিডিয়ো।
এমন একটা সময় পাক প্রধানমন্ত্রী মস্কো সফর করছেন, যখন ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরোধিতা করে মস্কোর উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা-সহ পশ্চিমী সমাজ। ইমরানের মুখ্য উদ্দেশ্য পাকিস্তানের চূড়ান্ত নড়বড়ে অর্থনীতিকে চাঙ্গা করতে কার্যকরী দাওয়াইয়ের খোঁজ করা। এই লক্ষ্যে চিন সফর সেরেছেন, এ বার পৌঁছেছেন রাশিয়ায়। যা মোটেও ভাল চোখে দেখছে না আমেরিকা। ইমরানের সফর শুরুর আগেই হোয়াইট হাউস কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেছে, রাশিয়া যে ভাবে ইউক্রেনের উপর আগ্রাসন চালাচ্ছে, বিশ্বের প্রতিটি দায়িত্বশীল দেশেরই উচিত তার নিন্দা করা।
এই পরিস্থিতিতে আচমকাই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন টেলিভিশন বার্তা দিয়ে ইউক্রেনে হামলা করেছেন। শুরু হয়ে গিয়েছে তিন দিক থেকে ইউক্রেনকে ঘিরে ধরে সাঁড়াশি আক্রমণ। মুহুর্মুহু বিস্ফোরণের আওয়াজ শোনা যাচ্ছে ইউক্রেনের রাজধানী কিভ-সহ গোটা দেশে। আকাশে উড়ছে সামরিক হেলিকপ্টার। জরুরি অবস্থা ঘোষিত হয়েছে ইউক্রেনে।
এই অবস্থায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর করা মন্তব্য নিয়ে নতুন করে তোলপাড় বিশ্ব। নিন্দার ঝড়।