Russia

Ukraine Russia conflict: আমাদের মৃতদেহ দেশে ফেরাতে চান? ইউক্রেনের ভারতীয় পড়ুয়াদের প্রশ্ন দিল্লিকে

খারকিভের ওই ছাত্রীর দাবি, দূতাবাস তাঁদের নিরাপত্তার একচুল ব্যবস্থাও করেনি ভারতীয় দূতাবাস। বরং ফোন করলে ফোন ধরা হয়নি তাঁদের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০১ মার্চ ২০২২ ১৯:২৫
Share:

ইউক্রেনে এখন আটকে রয়েছেন কম করে ১৬ হাজার ভারতীয় ছাত্রী। ছবি - পুজার ফেসবুক অ্যাকাউন্ট থেকে।

ইউক্রেনে ভারতের উদ্ধার প্রক্রিয়া নিয়ে ক্ষোভ উগরে দিলেন সেখানকার ভারতীয় পড়ুয়ারা। সরকারকে তাঁদের প্রশ্ন, আপনারা কি আমাদের জীবিত অবস্থাতেই দেশে ফেরাবেন না কি মৃতদেহ নিয়ে যেতে চান!

Advertisement

মঙ্গলবার খারকিভের রাস্তায় খাবার কিনতে বেরিয়ে রাশিয়ার বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক ভারতীয় ছাত্রের। কর্নাটকের ওই ছাত্রের নাম নবীন শেখারাপ্পা জ্ঞানগউধর। নবীনের মৃত্যুর পরই খারকিভের আর এক ভারতীয় ছাত্রী পূজা প্রহরাজ টুইট করে ভারত সরকারের কাছে জানতে চেয়েছেন, ‘গত ছ’দিনে ভারতীয় দূতাবাসের তরফে খারকিভের ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য কিচ্ছু করা হয়নি। এর মধ্যেই আজ একজন ভারতীয় ছাত্র নিহত হলেন। কাল হয়তো আরও ১০০ জন মারা যাবেন। তারপর ১০০০।’ ভারতের প্রধানমন্ত্রীর দফতরের নাম করে এরপর ওই ছাত্রী জানতে চান, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কি আমাদের ৪০০০ দেহ ফিরিয়ে নিয়ে যেতে চান?’

খারকিভের ওই ছাত্রী হয়ত খারকিভের ভারতীয় ছাত্রদের মোট সংখ্যার উল্লেখ করেছেন। তবে গোটা ইউক্রেনে এখন আটকে রয়েছেন কম করে ১৬ হাজার ছাত্রছাত্রী। ভারতের এই ছাত্রছাত্রীদের আত্মীয়রা তাঁদের উদ্বেগের কথা জানিয়েছিলেন দিল্লিকে। জবাবে সোমবারই প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়, পড়ুয়াদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। আত্মীয়দের এই উদ্ধার কাজের প্রতি মূহূর্তের খবর দেওয়ার নির্দেশও দেওয়া হয় সরকারের তরফে। যদিও খারকিভের ওই ছাত্রীর দাবি, দূতাবাস তাঁদের নিরাপত্তার সামান্য ব্যবস্থাও করেনি ভারতীয় দূতাবাস। বরং ফোন করলে ফোন ধরা হয়নি ফোন।

Advertisement

খারকিভে আটকে থাকা ওই ছাত্রছাত্রীরা জানিয়েছেন, তাঁদের অনেকেই দিনের পর দিন খেতে পাচ্ছেন না। মেয়েদের স্যানিটারি ন্যাপকিন, স্বাস্থ্যসম্মত শৌচালয়— কোনও কিছুরই ব্যবস্থা নেই। এই পরিস্থিতিতে ইউক্রেনের স্থানীয় বাসিন্দারাও তাঁদের সাহায্য করতে চাইছেন না।

ওই ছাত্রীরই পোস্ট করা একটি ভিডিয়োয় দুই ভারতীয় ছাত্রী জানিয়েছেন, ইউক্রেনের মানুষ তাঁদের উপর ক্ষিপ্ত। বিরক্ত। সাহায্যে বিমুখ। কেন তাঁদের প্রতি এমন আচরণ? তার কারণ ওই ছাত্রীরা মুখে না বললেও অনুমেয়। কেন না রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরোধী সংকল্প প্রস্তাবে রাষ্ট্রপুঞ্জে কোনওরকম মন্তব্য করা থেকে বিরত থেকেছে ভারত।

খারকিভের ওই ছাত্রীদের বক্তব্য, ‘‘খারকিভে আমরা জানতে পারছি, কিভে উদ্ধার কাজ চলছে। কিন্তু খারকিভের অবস্থা কিভের থেকেও খারাপ। এখানে লাগাতার ক্ষেপণাস্ত্র এবং বোমা বর্ষণ চলছে। খারকিভে আমরা পাঁচ মিনিটের জন্যও আমাদের আশ্রয় স্থল থেকে বের হতে পারছি না। তার কারণ যে কোনও মুহূর্তে প্রাণ হারানোর ভয় রয়েছে এখানে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement