Russia Ukraine War

বার্তার দিনেই কাঁপল কিভ

বিকেলে কিভের মেয়র জানান, রুশ বাহিনী পর পর দু’টি জোরাল বিস্ফোরণ ঘটিয়েছে রাজধানীতে। প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতি জানা যায়নি।

Advertisement

সংবাদ সংস্থা

কিভ শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২২ ০৬:৫৩
Share:

পর পর বিস্ফোরণে কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী কিভ। ছবি: রয়টার্স।

এক দিকে জি-২০-র শীর্ষ সম্মেলনে উপস্থিত রাষ্ট্রনেতাদের সামনে আজ যুদ্ধ শেষের বার্তা দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। তার কিছু ক্ষণের মধ্যেই পর পর বিস্ফোরণে কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী কিভ। বিকেলে কিভের মেয়র জানান, রুশ বাহিনী পর পর দু’টি জোরাল বিস্ফোরণ ঘটিয়েছে রাজধানীতে। প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতি জানা যায়নি।

Advertisement

আজ জি-২০-র সম্মেলনে ভার্চুয়ালি বক্তৃতা দেওয়ার আগে সদ্য রুশ দখল থেকে মুক্ত হওয়া খেরসন শহরে গিয়েও একই বার্তা দিয়েছিলেন জ়েলেনস্কি। বলেন, ‘‘এটাই যুদ্ধ শেষের সূচনা।’’ যুদ্ধ শেষের সেই একই বার্তা আজ জি-২০-র আসরে দেওয়া অনলাইন বক্তৃতাতেও দিয়েছেন জ়েলেনস্কি। চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ও আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন তখন সেই ঘরে উপস্থিত। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সম্মেলনে যাননি। তবে তাঁর প্রতিনিধি হিসেবে জ়েলেনস্কির সেই বার্তা শুনেছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। জ়েলেনস্কিকে বলতে শোনা গিয়েছে, ‘‘আমি নিশ্চিত যে রাশিয়ার এই ধ্বংসাত্মক যুদ্ধ বন্ধ করার সময় এসেছে। হাজারো প্রাণ এতে বাঁচবে।’’

তবে রুশ বাহিনীর হাত থেকে খেরসন মুক্ত হওয়ায় জ়েলেনস্কি যে ভাবে যুদ্ধ শেষের বার্তা দিয়েছেন, তা নিয়ে সন্দিহান নেটো-র প্রধান জেন্স স্টলটেনবার্গ। তাঁর আশঙ্কা, আগামী কয়েক সপ্তাহে আরও বড় হামলা ও আগ্রাসনের পরিকল্পনা করছেন পুতিন। স্টলটেনবার্গের আশঙ্কা যে অমূলক নয়, তা কিভের বিস্ফোরণের পরেই কার্যত প্রমাণিত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement