Russia

Russia Ukraine war: অস্ত্র তো পাঠাচ্ছে রাশিয়া কিন্তু টাকা দেওয়া হবে কী ভাবে? উদ্বেগে ভারত

যুদ্ধের কারণে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাঙ্কের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপের একাধিক অর্থ বিনিময় সংস্থাগুলি। এর ফলে রুবলের হিসাবে বিদেশি অর্থ লেনদেনের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। তবে সূত্রে খবর, মস্কো চেষ্টা করছে এই সমস্যা কাটিয়ে ওঠার। ইউরো বা ডলারে বদলে একাধিক বিকল্প খোঁজার চেষ্টা চলছে। 

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২২ ২২:৫৩
Share:

এস ৪০০ ফাইল ছবি

ইউক্রেনের সঙ্গে যুদ্ধের মধ্যেই ভারতকে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে রাশিয়া। এস ৪০০ ক্ষেপণাস্ত্ররোধী ব্যবস্থা ব্যবহারের প্রশিক্ষণ স্কোয়াড্রনের জন্য মস্কো থেকে সিমুলেটর (প্রশিক্ষণের জন্য ব্যবহৃত আসল মেশিনের প্রতিরূপ) এবং অন্যান্য সরঞ্জাম পেয়েছে ভারত। সংবাদ সংস্থা এএনআই-কে প্রতিরক্ষা মন্ত্রক এই খবর জানিয়েছে। তবে এখনও পর্যন্ত অস্ত্র পেতে অসুবিধা না হলেও ভবিষ্যতে তা কেনার জন্য রাশিয়াকে কোন পদ্ধতিতে অর্থ দেোয়ার পদ্ধতি নিয়ে সমস্যা তৈরি হতে পারে।

Advertisement

যুদ্ধের কারণে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাঙ্কের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপের একাধিক অর্থ বিনিময় সংস্থাগুলি। এর ফলে রুবলের হিসাবে বিদেশি অর্থ লেনদেনের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। তবে সূত্রে খবর, মস্কো চেষ্টা করছে এই সমস্যা কাটিয়ে ওঠার। ইউরো বা ডলারে বদলে একাধিক বিকল্প খোঁজার চেষ্টা চলছে।

প্রশিক্ষণ সংক্রান্ত যে সরঞ্জাম পাঠিয়েছে রাশিয়া তাতে শুধুমাত্র স্টিমুলেটর এবং অন্যান্য সরঞ্জাম রয়েছে। এতে যুদ্ধে ব্যবহারের জন্য ক্ষেপণাস্ত্র নেই বলেই জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।

Advertisement

যুদ্ধ চলাকালীন মস্কো থেকে প্রতিরক্ষা বাহিনীর জন্য বিমানের ইঞ্জিন এবং কিছু খুচরো জিনিসপত্র পেয়েছে। সমুদ্রপথেই তা ভারতে এসে পৌঁছেছে।
ভারত রাশিয়ার কাছ থেকে এস ৪০০ এয়ার ডিফেন্স সিস্টেমের মূল অংশগুলি পেয়েছে, যা চিন এবং পাকিস্তান উভয়ের হুমকি মোকাবিলা করতে সক্ষম। এ ছাড়া ভারতকে যুদ্ধ বিমান, হেলিকপ্টার, যুদ্ধজাহাজ, ট্যাঙ্ক, সাবমেরিনের অন্যতম সরবরাহকারী রাশিয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement