Joe Biden

ভিসা-কোপ আরও তিন মাস

কিন্তু তাঁর নিজেরই তো মেয়াদ আর মেরেকেটে ২০ দিন। আসছেন জো বাইডেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২১ ০৫:১৮
Share:

—ফাইল চিত্র

বিদায়বেলায় ফের ভিসা-কোপ ডোনাল্ড ট্রাম্পের। করোনার জেরে আমেরিকার অর্থনীতির হাল খারাপ, বেকারত্ব বেড়েছে হু হু করে, ভয়ঙ্কর প্রভাব পড়েছে স্বাস্থ্য পরিকাঠামোতেও। এই সব যুক্তিতেই ‘ওয়ার্ক’ ও ‘ইমিগ্রান্ট’-সহ কিছু ভিসায় আরও তিন মাস কাজ বন্ধের নির্দেশ দিলেন তিনি। অর্থাৎ ৩১ মার্চ পর্যন্ত গ্রিন কার্ডের আবেদনকারী এবং আমেরিকায় কাজ করতে ইচ্ছুক বিদেশি কর্মীদের জন্য দরজা বন্ধই রাখলেন ট্রাম্প। কাল তিনি বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতি বিচার করেই এই সিদ্ধান্ত। প্রয়োজনে এই নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

Advertisement

কিন্তু তাঁর নিজেরই তো মেয়াদ আর মেরেকেটে ২০ দিন। আসছেন জো বাইডেন। ট্রাম্পের নির্দেশের সমালোচনা করলেও, ক্ষমতায় আসা মাত্রই তিনি সিদ্ধান্ত বদলে দেবেন কি না, আজ তার কোনও ইঙ্গিত অবশ্য দেননি বাইডেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement