এরিক গারসেত্তি। ফাইল চিত্র।
ভারতের প্রতিবেশী দেশগুলি নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করল আমেরিকা। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ঘনিষ্ঠ তথা লস অ্যাঞ্জেলসের মেয়র এরিক মাইকেল গারসেত্তি মঙ্গলবার জানিয়েছেন, একটা সঙ্কটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে ভারত। প্রয়োজনে সীমান্তের নিরাপত্তার, সার্বভৌমত্বের সুরক্ষা এবং আগ্রাসন ঠেকাতে ভারতের হাত শক্ত করতে প্রস্তুত আমেরিকা। আমেরিকার হয়ে ভারতে প্রতিনিধিত্ব করতে আসবেন তিনি। তার আগে আমেরিকার এই রাজনীতিকের বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল।
গারসেত্তি বলেন, “নয়াদিল্লির সঙ্গে বার্তা আদানপ্রদান, সন্ত্রাসবাদ, সেনা মহড়া-সহ একাধিক বিষয়ে আলোচনার চেষ্টা চালাব। শুধু তাই নয়। প্রতিরক্ষা বিষয়ক যে দ্বিপাক্ষিক সম্পর্ক তা আরও মজবুত করার লক্ষ্যেও কাজ করব।” শুধু প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় নয়, পরিবেশ এবং শক্তিসম্পদ নিয়েও দু’দেশের সম্পর্ককে আরও মজবুত করার কাজ করার লক্ষ্যে এগোবেন বলেও জানিয়েছেন গারসেত্তি।
আমেরিকার অর্থনীতির উন্নয়নে ভারতীয় বংশোদ্ভূতদের ভূমিকা নিয়েও প্রশংসা করেছেন তিনি। আর তাঁদের এই ভূমিকা দু’দেশের মধ্যে সম্পর্ককে আরও দৃঢ় করার কাজ করেছে বলে মন্তব্য করেন লস অ্যাঞ্জেলসের মেয়র। তাঁর কথায়, “দু’দেশের রণকৌশলগত সম্পর্কের মধ্যে মূল প্রতিপাদ্য বিষয় হল মানবাধিকারকে সম্মান করা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও মজবুত করা।” এই সমস্ত বিষয় নিয়ে ভারত সরকারের সঙ্গে প্রয়োজনে নিয়মিত এবং নিরন্তর আলোচনা চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন গারসেত্তি।
ভারতীয় ইতিহাস, সংস্কৃতি এবং ধর্মীয় ভাবধারা সম্পর্কে অবহিত গারসেত্তি। কলেজে থাকাকালীন পড়াশোনা করেছেন হিন্দি এবং ভারতের সংস্কৃতি এবং ধর্মীয় ইতিহাস নিয়ে। আর সে করাণেই ভারতের সঙ্গে তাঁর এই যোগাযোগকেই কাজে লাগাতে চাইছে বাইডেন প্রশাসন, এমনটাই মনে করছে কূটনৈতিক মহল।