সমুদ্রের দু’হাজার ফুট গভীরে এক অদ্ভুত জীবের দেখা পেলেন এক দল গবেষক। ক্যালিফোর্নিয়ায় মোন্টেরে বে-তে বিজ্ঞানী র্যাচেল কার্সনের নেতৃত্বে অভিযান চালানোর সময় গবেষকরা কাচের মতো স্বচ্ছ মাথা, জ্বলজ্বল করছে চোখ, গায়ের রং বাদামী এমনই একটি অদ্ভুত জীবের দেখা পান।
প্রাথমিক দেখাতেই কোনও ভিন্গ্রহের প্রাণী মনে হলেও গবেষকরা জানান, আসলে এটি গভীর সমুদ্রের একটি মাছ। নাম বেরেলি। ১৯৩৯ সালে প্রথম এই মাছের খোঁজ মেলে।
মোন্টেরে বে-তে ফের এই মাছের দেখা মেলায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন গবেষকরা। তাঁরা জানিয়েছেন, খাবারের সন্ধানে এই মাছ পুরো ৩৬০ ডিগ্রি চোখ ঘোরাতে পারে।