ব্রিটিশ পার্লামেন্টের বাইরে জঙ্গি হামলায় হত ৪, জখম বেশ কয়েকজন

টেমসের দু’পারে পর্যটকদের ভিড়। পুরোদমে চলছে ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশন। হঠাৎই ব্রিটিশ পার্লামেন্টের বাইরে চলল গুলি। ঘটনায় এক পুলিশ ও আততায়ী-সহ নিহত এখনও পর্যন্ত ৪। আহত অন্তত ২০।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ মার্চ ২০১৭ ২১:১৭
Share:

রাস্তা বন্ধ রাখা হয়েছে। ছবি: সংগৃহীত।

টেমসের দু’পারে পর্যটকদের ভিড়। পুরোদমে চলছে ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশন। হঠাৎই ব্রিটিশ পার্লামেন্টের বাইরে চলল গুলি। ঘটনায় এক পুলিশ ও আততায়ী-সহ নিহত এখনও পর্যন্ত ৪। আহত অন্তত ২০। ব্রাসেলস হামলার বর্ষপূর্তিতে নিসের হানার স্মৃতি উস্কে দিল বুধবার দুপুরের এই হামলা। কোনও গোষ্ঠী এখনও পর্যন্ত যার দায় না-নিলেও একে জঙ্গি হামলাই বলছে পুলিশ। আহতদের এয়ার অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।জখমদের মধ্যে ফ্রান্স থেকে আসা এক দল স্কুলপড়ুয়া রয়েছে বলে খবর। প্রত্যক্ষদর্শীদের দাবি, নিহত আততায়ী এশীয়। বয়স মধ্য চল্লিশ।

Advertisement

স্কটল্যান্ড ইয়ার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার ব্রিটেনের পার্লামেনেটর বাইরে ওয়েস্টমিনস্টার ব্রিজের কাছে পরপর গুলির শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। গুলির শব্দ শুনতে পেয়ে ছুটে আসেন পুলিশকর্মীরা। বন্দুকবাজকে গুলি করে নিকেশ করে পুলিশ।এই ঘটনাটিকে প্রাথমিকভাবে জঙ্গি হামলা বলেই মনে করা হচ্ছে।লন্ডন মেট্রোপলিটন পুলিশ সাধারণ মানুষকে এই হামলার ছবি ও ভিডিও দিয়ে সাহায্য করার আবেদন জানিয়েছে।

আরও পড়ুন: কিশোরীকে যৌন নিগ্রহ ফেসবুকে লাইভ, দেখেও পুলিশে জানাল না কেউ!

Advertisement

এই ঘটনার জেরে ব্রিটেনে আতঙ্ক ছড়িয়েছে। পার্লামেন্টের ভিতরে যে সমস্ত রাজনীতিবিদ, সাংবাদিক এবং কর্মীরা আছেন, তাঁদের বাইরে না আসার নির্দেশ দেওয়া হয়েছে। টুইটারে রাজনীতিবিদ এবং সাংবাদিকরা জানিয়েছেন, তাঁরা গুলির শব্দ শুনেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে নিরাপদেই আছেন বলে খবর। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, একটি গাড়ি দ্রুত গতিতে ছুটে এসে ধাক্কা মারে পার্লামেন্ট ভবনের বাইরের রেলিংয়ে। চারজনকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন নিরাপত্তারক্ষীরা। এক পুলিশ আধিকারিককে ছুরিকাঘাত করেছে দুষ্কৃতী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement