Reham Khan

সেক্স, ড্রাগ, চোরাচালান... ইমরানের বিরুদ্ধে অভিযোগ রেহামের

ইমরানের ব্যক্তিজীবন, যৌনতা, নিয়মিত মাদক সেবনের অভ্যাস, চোরাচালান, জোর করে গর্ভপাতের অভিযোগ এই সবকিছু নিয়েই এখন চর্চা চলছে পাকিস্তানে।

Advertisement

সংবাদ সংস্থা

ইসলামাবাদ শেষ আপডেট: ১২ জুলাই ২০১৮ ১৯:৪৫
Share:

ছবিটি রেহাম খানের টুইটার থেকে নেওয়া।

বিতর্কের পর বিতর্ক। কখনও ধর্ষণের কখনও বা প্রাণনাশের হুমকি, তাঁর আত্মজীবনীর পাণ্ডুলিপির কিছু অংশ প্রকাশ্যে আসার পর থেকেই সংবাদের শিরোনামে রেহাম খান। বই প্রকাশিত হওয়ার পর সেই আগুনে যেন ঘি পড়ল। ইমরানের ব্যক্তিজীবন, যৌনতা, নিয়মিত মাদক সেবনের অভ্যাস, চোরাচালান, জোর করে গর্ভপাতের অভিযোগ এই সবকিছু নিয়েই এখন চর্চা চলছে পাকিস্তানে। রেহামের বইয়ে ইমরানের সম্পর্কে এমনই কিছু বিস্ফোরক তথ্য প্রকাশ্য এসেছে।

Advertisement

পাকিস্তানে সাধারণ নির্বাচনের আর কয়েকদিন বাকি। তার আগেই বিপাকে প্রাক্তন পাক ক্রিকেট তারকা। বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে রেহামের আত্মজীবনী।

রেহাম তাঁর বইয়ে লিখেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্ট্র্যাটেজি নিয়েই নাকি ইমরান পাকিস্তানে প্রধানমন্ত্রী পদে লড়তে চান।

Advertisement

তবে, এতেই থেমে থাকেননি রেহাম। রেহাম লিখেছেন, বাড়িতে যা কাঁচাবাজার আসত, সবই নাকি জাহাঙ্গির তারিন বা তারিক ফজল চৌধুরির মতো কোনও কোনও নেতাই দিয়ে যেতেন! খাইবার-পাখতুনখোওয়া প্রদেশে কাঠ মাফিয়াদের সঙ্গেও নাকি রীতিমতো যুক্ত ছিলেন ইমরান। রেহামকেও বলেছিলেন, চোরাই কাঠ ব্যবহারের কথা। এরপরেই ইমরানের প্রতি বিদ্বেষ জন্মায় রেহামের।

আরও খবর: রিল লাইফ থেকে রিয়েল লাইফ পার্টনার হয়েছিলেন ছোটপর্দার এই তারকারা​

আরও খবর: লোকসভা নির্বাচনে বিজেপি জিতলে ভারত হবে হিন্দু-পাকিস্তান, মন্তব্য শশীর

মবি নামে এক পুরুষ বন্ধুর সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল ইমরানের। তাঁরা শারীরিক সম্পর্কেও লিপ্ত হয়েছিলেন, রেহাম এমনটাই লিখেছেন তাঁর বইয়ে।

আত্মজীবনীতে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফের বিরুদ্ধেও কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ এনেছেন রেহাম। দলের বিভিন্ন নেত্রীর সঙ্গে ইমরানের শারীরিক সম্পর্ক ছিল বলে উল্লেখ করেছেন রেহাম। উজমা কার্দার নামে এক নেত্রী নিজের যৌনাঙ্গের ছবি পাঠাতেন বিকৃতকাম ইমরানকে। তাঁর উপস্থিতিতেই ইমরানের ঘনিষ্ঠ হতে বাধ্য করা হত উজমাকে, বইয়ে উল্লেখ রয়েছে এমনটাও।

আরও খবর: লিঙ্গবৈষম্যের অভিযোগ, মুশারফকে তোপ ইমরানের প্রাক্তন স্ত্রীর

গ্রেস জোনস নামে এক বিখ্যাত গায়কের সঙ্গে ইমরানের সম্পর্কের কথা রয়েছ বইটিতে। রয়েছে ইমরানের অজস্র পরিচয়হীন সন্তানের কথাও। অসংখ্য মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ইমরান। এঁদের মধ্যে অনেককেই জোর করে গর্ভপাত করতে বাধ্য করেছিলেন ইমরান, বইয়ে রয়েছে এমনটাও।

বইয়ে রেহাম লিখেছেন, ‘স্নরটিং কোকেন’, বিভিন্ন ধরনের ঘুমের ওষুধ ছাড়াও নিষিদ্ধ মাদক সেবন করতেন ইমরান। প্রায়ই বাথরুমে সংজ্ঞা হারাতেন, বিস্মৃতির অসুখে ভুগতেন। এমনকি মাউথ-গার্ড ব্যবহার করতেন, যাতে মাদক সেবনের অভ্যাস কারও চোখে না পড়ে।নিয়মিত গাঁজাও খেতেন ইমরান। একবার তো নিজেকে ‘দিশাহারা নাস্তিক’ বলে পরদিন নাকি তা মনে করতেও পারেননি।

আরও খবর: শশীর হিন্দু-পাকিস্তান মন্তব্যের জের, সতর্ক করল কংগ্রেস​

রেহামের বইয়ে উল্লেখ রয়েছে, ইমরান নাকি অভিশাপ দূর করতে কালাজাদুর অভ্যাস করতেন। রেহাম স্বচক্ষে দেখেছেন তা।

ইমরান রেহামকে বলেছিলেন, ইমরানের প্রাক্তন স্ত্রী জেমাইমার বদমেজাজের জন্যই নাকি বিয়ের রিসেপশনের দিন থেকেই ইমরানের সঙ্গে তাঁর সম্পর্কে তিক্ততা তৈরি হয়েছিল। বইপ্রকাশের পর ইমরানের কোনও বক্তব্য মেলেনি যদিও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement