বিক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে।
এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অপরাধীকে দ্রুত গ্রেফতারের দাবিতে আন্দোলন জোরাল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। গত রবিবার সন্ধ্যায় এক বান্ধবীর বাড়িতে যাওয়ার পথে কুর্মিটোলায় ধর্ষণ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীকে। তবে এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাদের গোয়েন্দা শাখা ঘটনার তদন্ত করছে।
সহপাঠীর উপর অত্যাচারের প্রতিবাদ জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গোটা রাস্তা হয়ে উঠেছে ক্যানভাস। রাজু ভাস্কর্য থেকে রোকেয়া হল পর্যন্ত রাস্তায় আঁকা হয়েছে ধর্ষণ বিরোধী নানা ছবি। আঁকা হয়েছে, অপরাধীর কালো হাত কী করে চেপে ধরেছে প্রগতির ডানা। সরকার সমর্থক ছাত্রলিগের আয়োজনে গোটা ক্যাম্পাসে এ দিন আলপনা এঁকে প্রতিবাদে নামেন ছাত্রেরা। মানববন্ধনও করা হয়। চার দফা দাবিতে রাজু ভাস্কর্যে অনশন চালিয়ে যাচ্ছেন কয়েক জন শিক্ষার্থী। সাধারণ শিক্ষার্থীরা কলাভবনের সামনে মানববন্ধন করেন। পরে মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস ঘুরে দাবি জানান, নারী নির্যাতন বন্ধে নতুন আইন প্রণয়নের। মুখে কালো কাপড় বেঁধে মৌনী মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ। ধর্ষকের কুশপুত্তলিকা দাহ করেছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। বিভিন্ন ছাত্র ও সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠন প্রতিবাদ কর্মসূচি পালন করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান জানিয়েছেন, পুলিশকে সহযোগিতা করছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক এ কে এম নাসির উদ্দিন জানান, ছাত্রীটির শারীরিক অবস্থার উন্নতি হলেও যথেষ্ট ভয়, আতঙ্ক রয়েছে। তাঁকে হাসপাতালে দেখে এসে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম জানিয়েছেন, মেয়েটির সাথে কথা বলে পুলিশ যদি স্কেচ আঁকায়, তা হলে ধর্ষককে চিহ্নিত করা সম্ভব। গুলশান জোনের ডিসি সুদীপ কুমার জানান, ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। তবে জানা গিয়েছে, আলোআঁধারিতে ওই ফুটেজ থেকে সুনির্দিষ্ট কিছু এখনও বার করতে পারেনি পুলিশ।