প্রতীকী ছবি।
গত বছরের সেপ্টেম্বরে প্রথম বার দাদার লালসার শিকার হয় ইন্দোনেশিয়ার এক নাবালিকা। তার পর আরও সাত বার নির্যাতন চলেছে ওই বছর পনেরোর মেয়েটির উপরে। তাকেই গর্ভপাত করানোর ‘অপরাধে’ ছ’মাসের কারাদণ্ড দিল সুমাত্রা দ্বীপের মুয়ারা বুলিয়ান আদালত। দোষী সাব্যস্ত হওয়ায় নাবালিকার দাদাকেও কারাদণ্ড দিয়েছে আদালত। তবে নাবালক হওয়ায় মাত্র দু’বছর জেলে থাকতে হবে তাকে। আদালতের মুখপাত্র জানান, শিশুসুরক্ষা আইনে গর্ভপাত দণ্ডনীয়। একমাত্র কোনও মহিলার জীবন সংশয়ের সম্ভাবনা তৈরি হলে কিংবা কোনও মহিলা ধর্ষিতা হলে গর্ভপাতকে বৈধতা দেওয়া হয়। তবে অন্তঃসত্ত্বা হওয়ার পরে ছ’মাস পেরোলে অনুমতি মেলে না। এ ক্ষেত্রে মেয়াদ পেরোনোর পরে গর্ভপাত হয়। তাই শাস্তি।