আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি।
ফের কি ২০২১ সালের ক্যাপিটল হামলার মতো অরাজকতার পুনরাবৃত্তি ঘটাতে চাইছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ থেকে নিজেকে আড়াল করতেই কি এই তোড়জোড়? ট্রাম্পের নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাপ ‘ট্রুথ সোশ্যাল’-এ তাঁর একটি পোস্ট উস্কে দিয়েছে এমনই সব জল্পনা।
ঘটনাপ্রবাহের সূত্রপাত গত শনিবার। এক পর্ন তারকাকে চুপিসাড়ে টাকা দেওয়া সংক্রান্ত এক মামলায় মঙ্গলবার তাঁর হাতে হাতকড়া পরানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে ট্রুথ সোশ্যাল-এ একটি পোস্ট করেন ট্রাম্প। কোনও রাখঢাক ছাড়াই এই গ্রেফতারি আটকাতে তাঁর সমর্থকদের সরাসরি প্রতিবাদ আন্দোলনে নামতে উদ্যোগী হতেও বলেন। ওই পোস্টে ট্রাম্প লেখেন, ‘দুর্নীতিগ্রস্ত এবং পুরোপুরি রাজনৈতিক ছায়ায় থাকা ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নির দফতর থেকে বেআইনি ভাবে কয়েকটি তথ্য প্রকাশ্যে এসেছে... যা থেকে স্পষ্ট যে, অপরাধ প্রমাণিত না-হওয়া সত্ত্বেও আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের সম্ভাব্য পদপ্রার্থী তথা আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টকে মঙ্গলবার গ্রেফতার করা হতে পারে। প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভে শামিল হোন!’
ট্রাম্পের মুখপাত্র যদিও জানান যে, এখনও পর্যন্ত ট্রাম্পের কাছে গ্রেফতারি সংক্রান্ত কোনও নির্দেশিকা এসে পৌঁছোয়নি। পাশাপাশি ট্রাম্পের দাবির সপক্ষে সংশ্লিষ্ট অ্যাটর্নির দফতর থেকে কোনও তথ্য ফাঁস হওয়ার প্রমাণও দেখাতে পারেননি তিনি।