TV Show

সঙ্গীর নাক ডাকায় ঘুমের দফারফা? আপনার কথা শুনতে আসছে নতুন শো!

সেই শো-এর জন্য তারা খুঁজছেন এমন ব্যক্তিদের, যাঁরা মনে করেন, তাঁদের সঙ্গীই সবথেকে বেশি জোরে নাক ডাকেন!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৯ ১৬:২৫
Share:

সঙ্গীর নাকডাকায় অতিষ্ঠ। ছবি-শাটারস্টক।

ঘুমের সময় বিছানার অন্য প্রান্তে থাকা ব্যক্তি যদি সমানে উচ্চস্বরে নাক ডাকেন, তা হলে ঘুমের দফারফা হওয়াটাই স্বাভাবিক। এ রকম সঙ্গীর সঙ্গে বিছানা ভাগ করে অনেকেই বিনিদ্র রাত্রি যাপন করতে বাধ্য হন। সঙ্গীর নাক ডাকার জেরে অতিষ্ঠ ব্যক্তিদের জন্য সুখবর নিয়ে এল ব্রিটেনের একটি প্রোডাকশন হাউস। সম্প্রতি তারা শুরু করতে চলেছে একটি টেলিভিশন শো। সেই শো-এর জন্য তারা খুঁজছেন এমন ব্যক্তিদের, যাঁরা মনে করেন, তাঁদের সঙ্গীই সবথেকে বেশি জোরে নাক ডাকেন!

Advertisement

সঙ্গীর নাক ডাকা তাঁদের সম্পর্কে কী প্রভাব ফেলেছে, সঙ্গীর নাক ডাকা তাঁদের জীবনকে কী ভাবে দুর্বিষহ করে তুলেছে। সেই কথাই শোনাতে হবে নতুন ওই শো-তে এসে।

তবে এই শো-এর নাম এখনও চূড়ান্ত হয়নি। পাশাপাশি এই শো-এর ধরন কী হবে, বা কবে থেকে এই শো সম্প্রচারিত হবে, এ সম্পর্কিত কোনও তথ্য এখনও প্রকাশ করা হয়নি ওই প্রোডাকশন হাউসের তরফে।

Advertisement

আরও পড়ুন: পরিত্যক্ত সোনার খনিতে আটকে গেল হাতির পাল! তারপর...

আরও পড়ুন: প্রেমিকার গাড়ি নোংরা করে গ্রেফতার প্রেমিক!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement