নিউ ইয়র্কের ব্রুকলিন জাদুঘরে ঢুকে প্যালেস্টাইনের সমর্থনে বিক্ষোভ দেখালেন শ’য়ে শ’য়ে মানুষ। ছবি: রয়টার্স।
কখনও দেখা গেল পোস্টার হাতে ব্রুকলিন জাদুঘরের দিকে হাঁটছেন মানুষজন। কখনও আবার দেখা গেল, জাদুঘরের সামনে ও ভিতরে তাঁবু খাটিয়ে বসে রয়েছেন অনেকে। প্যালেস্টাইনের সমর্থনে আজ শ’য়ে শ’য়ে মানুষ এমন ভাবেই বিক্ষোভ দেখালেন নিউ ইয়র্কের ওই প্রখ্যাত জাদুঘর পর্যন্ত মিছিল করে, ভিতরে জোর করে ঢুকে গিয়ে। সমাজমাধ্যমেও ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ল ঘটনার ছবি-ভিডিয়ো। গ্রেফতারও হলেন বেশ কয়েক জন।
সংবাদ সংস্থা সূত্রে খবর, এ দিন অন্তত ৫০০ থেকে ৭০০ বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন জাদুঘরের সামনে। সকলেই ‘উইদিন আওয়ার লাইফটাইম’ নামে এক ইজ়রায়েল বিরোধী দলের সদস্য।
স্থানীয় পুলিশ সূত্রে খবর, এ দিনের বিক্ষোভ প্রদর্শনে উপস্থিত সকলেরই হাতে ছিল নানা রকমের পোস্টার। কোনও পোস্টারে লেখা, ‘প্যালেস্টাইনকে মুক্ত করো। গণহত্যাকে শেষ করো’। কোনও পোস্টারে আবার লেখা, ‘সাইলেন্স=ডেথ’, অর্থাৎ, নীরবতা মৃত্যুর সমতুল্য। অনেকের হাতে ছিল প্যালেস্টাইনের পতাকাও।
প্রতিবাদ মিছিল জাদুঘর পর্যন্ত যাওয়ার পরে ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অনেকে পুলিশকে লক্ষ্য করে জলের বোতল ছোড়েন। অনেকে আবার ব্যারিকেড ভেঙে, দেওয়াল বেয়ে, নিরাপত্তাকর্মীদের সরিয়ে দিয়ে জাদুঘরের মধ্যে ঢুকে পড়েন। এই সময় ঘটনাস্থল থেকে বেশ কয়েক জনকে গ্রেফতার করা হয়। অনেকে অবশ্য ততক্ষণে জাদুঘরের ভিতরে তাঁবু খাটিয়ে সেখানেই বসে পড়েছেন।
এ দিন জাদুঘরের তরফে দেওয়া একটি বিবৃতিতে জানানো হয়েছে, বিশৃঙ্খলায় বেশ কিছু পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাঁদের। পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।