মহিলা পাইলট চাইছে রিয়াধ

নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরে সড়ক থেকে এ বার সটান আকাশপথে পাড়ি দিতে চলেছেন সৌদি মহিলারা। সহকারী বিমানচালক এবং বিমানবালা চেয়ে সম্প্রতিই বিজ্ঞাপন দিয়েছিল দেশের একটি বেসরকারি বিমান সংস্থা।

Advertisement

সংবাদ সংস্থা

রিয়াধ শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৮ ০৩:৩১
Share:

মাস চারেক আগে তাঁদের গাড়ি চালানোটাই ‘অপরাধ’ ছিল। সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরে সড়ক থেকে এ বার সটান আকাশপথে পাড়ি দিতে চলেছেন সৌদি মহিলারা। সহকারী বিমানচালক এবং বিমানবালা চেয়ে সম্প্রতিই বিজ্ঞাপন দিয়েছিল দেশের একটি বেসরকারি বিমান সংস্থা। তাদের দাবি, ইতিমধ্যেই হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে। দিন কয়েক আগে সৌদি বিমানবালা চেয়ে বিজ্ঞাপন দিয়েছিল অন্য একটি দেশীয় বিমানসংস্থা। এ বার বিমানচালক চেয়ে বিজ্ঞাপন। তাতে যে সাড়া মিলেছে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে বিশ্ব জুড়ে। সৌদির বিমান পরিষেবায় এতদিন ফিলিপিন্সের মতো দেশের মহিলা কর্মীরাই দাপিয়ে এসেছেন। এ বার সেই রেওয়াজ ভাঙবে বলেই মনে হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement