প্রাক্তন প্রেমিকার বিয়েতে যাবেন হ্যারি

হ্যারি ওয়েন্টওয়ার্থ-স্ট্যানলি নামে এক ব্যক্তির সঙ্গে বাগদান হয়েছে তাঁর— গত সপ্তাহে সে খবর ক্রেসিডা নিজেই দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৯ ০১:২৬
Share:

প্রিন্স হ্যারি।

প্রাক্তনের বিয়েতে যাওয়ার কথা ভাবলে আপনি অস্বস্তিতে পড়তেই পারেন। কিন্তু ব্রিটেনের রাজকুমার হ্যারির ও সব ছুতমার্গ নেই। তিনি তাঁর প্রাক্তন প্রেমিকা ক্রেসিডা বোনাসের বিয়েতে সস্ত্রীক যাবেন বলে জানা গিয়েছে বাকিংহাম প্রাসাদ সূত্রে।

Advertisement

হ্যারি ওয়েন্টওয়ার্থ-স্ট্যানলি নামে এক ব্যক্তির সঙ্গে বাগদান হয়েছে তাঁর— গত সপ্তাহে সে খবর ক্রেসিডা নিজেই দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। ব্রিটেনের রাজবাড়ির তরফে অ্যাডাম হেলিকার সংবাদমাধ্যমে জানিয়েছেন, হ্যারি অবশ্যই ক্রেসিডার বিয়েতে যাবেন। সেটা অবশ্য হচ্ছে আগামী বছর। অ্যাডামের কথায়, ‘‘ক্রেসিডার সঙ্গে হ্যারি বরাবরই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন। ক্রেসিডা তাঁর সঙ্গে হ্যারির সম্পর্ক নিয়ে প্রকাশ্যে একটি শব্দও কখনও বলেননি। হ্যারি আবার ক্রেসিডার হবু বরের মায়েরও ভাল বন্ধু।’’

রাজকুমার হ্যারির সঙ্গে ক্রেসিডার আলাপ হয়েছিল ২০১২ সালে। দু’বছর পরে সেই সম্পর্কে ইতি টেনেছিলেন ক্রেসিডা। সম্পর্ক শেষ করার পিছনে কারণ হিসেবে একটি সূত্রে দাবি করা হয়েছিল, রাজপরিবারের খ্যাতির আলোয় তাঁর মানিয়ে নিতে অসুবিধে হচ্ছিল। তা না হলে একটা সময়ে বলা হয়েছিল, হ্যারির সঙ্গে ক্রেসিডার বিয়ে হতে পারে। কিন্তু প্রেমের সম্পর্ক শেষ হয়ে গেলেও দু’জনের বন্ধুত্বে ভাটা পড়েনি। গত বছর মেগানের সঙ্গে রাজকুমার হ্যারির বিয়েতে এসেছিলেন ক্রেসিডা। তাঁর বিয়ের আমন্ত্রণপত্র বিলি অবশ্য শুরু হয়নি। তবে সংবাদমাধ্যমের একটি সূত্রে দাবি, হ্যারি-মেগান আছেন অতিথি তালিকায়। হ্যারি আর ক্রেসিডার মধ্যে সম্পর্ক যথেষ্ট ভাল, মেগানও তাঁকে চেনেন। অ্যাডাম যদিও বলেছেন, ‘‘মেগান এই আমন্ত্রণে সায় দেবেন কি না, সেটা এখনও প্রশ্নসাপেক্ষ। কারণ হ্যারির প্রাক্তন প্রেমিকাদের ব্যাপারে মেগান খুব একটা স্বচ্ছন্দ নন। ’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement