Bangladesh

২০ হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে জিলিপি! কিনতে হবে অন্তত ২৫০ গ্রাম, কেন এত দাম?

প্রকাশিত খবরে জানানো হয়েছে, প্রতি কেজি জিলিপিতে সোনার ২০ থেকে ২২টি তবক (লিফ) থাকবে। এক জন ক্রেতাকে অন্তত ২৫০ গ্রাম জিলিপি কিনতে হবে। খরচ হবে ৫,০০০ টাকা।

Advertisement

সংবাদ সংস্থা

ঢাকা শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৩ ২১:৫৯
Share:

২০ হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই জিলিপি। ছবি: হোটেল ইন্টারকন্টিনেন্টাল সূত্রে পাওয়া।

আক্ষরিক অর্থেই সোনায় মোড়া! বাংলাদেশের রাজধানী ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেল তৈরি করেছে সেই জিলিপি। দাম, কিলোগ্রাম প্রতি ২০ হাজার বাংলাদেশি টাকা! ভারতীয় টাকায় সাড়ে ১৫ হাজারেরও বেশি!

Advertisement

বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো জানাচ্ছে, রমজান উপলক্ষে ইন্টারকন্টিনেন্টাল হোটেল কর্তৃপক্ষ বাজারে এনেছেন ২৪ ক্যারাট সোনার তবকে (লিফ) মোড়া শাহি জিলিপি। মঙ্গলবার ‘সোনার জিলিপি’ বিক্রির কথা নিজেদের ফেসবুক পেজে জানিয়েছিলেন তাঁরা। বুধবার থেকে আনুষ্ঠানিক ভাবে জিলিপি বিক্রি শুরু করেছেন তাঁরা।

প্রকাশিত খবরে জানানো হয়েছে, প্রতি কেজি জিলিপিতে সোনার ২০ থেকে ২২টি তবক (লিফ) থাকবে। এক জন গ্রাহককে অন্তত ২৫০ গ্রাম জিলিপি কিনতে হবে। অর্থাৎ দাম পড়বে ৫,০০০ টাকা। ইফতারের জন্য ইতিমধ্যেই বেশ কয়েক কিলোগ্রাম জিলিপি সরবরাহের বরাত পেয়ে গিয়েছে ইন্টারকন্টিনেন্টাল হোটেল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement