Cancer Vaccine

ক্যানসারের টিকা প্রায় তৈরি করে ফেলেছে রাশিয়া! শীঘ্রই পৌঁছবে মানুষের কাছে, দাবি একনায়ক পুতিনের

যদিও ওই টিকাগুলি কোন ধরনের ক্যানসারকে প্রতিরোধ করবে বা কী ভাবে করবে, তা নির্দিষ্ট করেননি পুতিন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৪৭
Share:

রাশিয়ার একনায়ক ভ্লাদিমির পুতিন। —ফাইল চিত্র ।

মারণরোগ ক্যানসারের টিকা প্রায় তৈরি করে ফেলেছেন তাঁর দেশের বিজ্ঞানীরা। খুব শীঘ্রই তা চলে আসবে রোগীদের হাতের নাগালে। বুধবার তেমনটাই দাবি করলেন রাশিয়ার একনায়ক ভ্লাদিমির পুতিন। একটি ভিডিয়োবার্তায় পুতিন বলেন, ‘‘আমরা নতুন প্রজন্মের জন্য ক্যানসারের টিকা তৈরির খুব কাছাকাছি চলে এসেছি।’’ মস্কো ফোরামে বক্তৃতা করার সময় তিনি আরও যোগ করেন, ‘‘আমি আশা করি যে, শীঘ্রই সেই টিকা মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।’’

Advertisement

যদিও ওই টিকাগুলি কোন ধরনের ক্যানসারকে প্রতিরোধ করবে, বা কী ভাবে করবে, তা নির্দিষ্ট করেননি পুতিন।

উল্লেখ্য যে, বর্তমানে রাশিয়া ছাড়াও অনেক দেশ এবং সংস্থা ক্যানসারের টিকা নিয়ে কাজ করছে।

Advertisement

গত বছর, ব্রিটেনের সরকার ২০৩০ সালের মধ্যে ১০ হাজার রোগীর কাছে ‘ক্যানসারের চিকিৎসা’ পৌঁছনোর লক্ষ্যে জার্মানির এক ফার্মাসিউটিক্যাল সংস্থার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছিল। বিশ্বের অন্য দুই ফার্মাসিউটিক্যাল সংস্থাও পরীক্ষামূলক ভাবে ক্যানসারের টিকা তৈরি করেছে, যা ত্বকের ক্যানসারে মৃত্যুর সম্ভাবনা কমিয়ে দিয়েছে বলে গবেষণায় উঠে এসেছে৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র মতে, হিউম্যান প্যাপিলোমাভাইরাস-এর বিরুদ্ধে বর্তমানে ছ’টি লাইসেন্সপ্রাপ্ত টিকা রয়েছে। এই ভাইরাস জরায়ুমুখের ক্যানসার-সহ অনেক ক্যানসার সৃষ্টির কারণ। একই সঙ্গে হেপাটাইটিস বি-র টিকাও রয়েছে, যা যকৃতের ক্যানসার রোধে সাহায্য করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement