COVID19

Joe Biden: দিন দশেকের মধ্যে ফের কোভিড আক্রান্ত বাইডেন, হোয়াইট হাউসেই নিভৃতবাসে প্রেসিডেন্ট

তাঁর চিকিৎসক জানিয়েছেন, বাইডেনের শরীরে রোগের কোনও লক্ষণ নেই। তিনি সুস্থই আছেন। শনিবার তাঁর ‘কোভিড’ পরীক্ষার ফল ‘পজিটিভ’ এসেছে।

Advertisement

সংবাদসংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ৩১ জুলাই ২০২২ ০২:৩০
Share:

ছবি: রয়টার্স।

ফের কোভিড আক্রান্ত হলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর কোভিড পরীক্ষার ফল ‘পজিটিভ’ এসেছে বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রেসিডেন্ট সেখানেই নিভৃতবাসে আছেন।

Advertisement

তাঁর চিকিৎসক জানিয়েছেন, বাইডেনের শরীরে রোগের কোনও লক্ষণ নেই। তিনি সুস্থই আছেন। শনিবার তাঁর ‘কোভিড’ পরীক্ষার ফল ‘পজিটিভ’ এসেছে। এর আগে মঙ্গলবার থেকে প্রেসিডেন্টের কোভিড পরীক্ষা চলছে। শুক্রবার পর্যন্ত তাঁর ‘অ্যান্টিজেন টেস্ট’-এর ফল ‘নেগেটিভ’ই আসে। কিন্তু শনিবার সকালে ফের পরীক্ষা হলে ফল ‘পজিটিভ’ এসেছে। এর পরেই চিকিৎসকরা তাঁকে নিভৃতবাসে থাকার পরামর্শ দেন। আপাতত পাঁচ দিন তিনি হোয়াইট হাউসেই নিভৃতবাসে থাকবেন।

প্রসঙ্গত, দিন দশেক আগেই বাইডেন কোভিড আক্রান্ত হন। সেই সময় তাঁর মৃদু উপসর্গ ছিল। উল্লেখ্য, প্রেসিডেন্ট ইতিমধ্যেই কোভিডের দু’টি টিকা এবং দু’বার বুস্টার ডোজ নিয়েছেন। এই ভাবে অল্প কয়েক দিনের মধ্যে এই রোগে পুনরায় আক্রান্ত হওয়াকে বিরল বলেই মনে করছেন চিকিৎসকেরা।

Advertisement

এক টুইট বার্তায় তাঁর কোভিড ‘পজিটিভ’ হওয়ার বার্তা জানিয়ে বাইডেন লেখেন, ‘আমার কোনও উপসর্গ নেই। অন্যেরা যাতে সংক্রমিত না হন, সে জন্য আমি নিভৃতবাসে রয়েছি। কাজ করছি। খুব শীঘ্রই পথে নামব।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement